এমন যদি হত ❑ মমতা পাল
এমন যদি হত
মমতা
পাল
❑
আচ্ছা এমন যদি হত
বসন্তের ঐ পলাশ বনে
কৃষ্ণচূড়ার ডালে ডালে
আবীর রাঙা সাত সকালে
একটু না হয় মাতাল হতাম।
❑
একটা নদী একটা ঘাট
একটা খোলা মাঠ
মেঘের দেশে ভেসে ভেসে
তুমি আমি সঙ্গী হতাম।
❑
এক নিমেষেই হারিয়ে যেতাম
পরাগপুরে দিন দুপুরে
পাহাড়ের ঐ চূড়ায় চূড়ায়
হাত রেখে ঐ দুটো হাতে
মনের সুখে পাড়ি দিতাম।
❑
মিষ্টি কোন রোদের দিনে
এক সমুদ্র স্নান সেরে
কেশগুলো সব উড়িয়ে দিয়ে
বসন্তসুখ মেখে নিতাম।
❑
জোস্না রাতের একফালি চাঁদ
রঙ বেরঙের স্বপ্ন মেখে
দূর থেকে ঐ দূরান্তরে
পারিজাতের নাগকেশরে
বাঁচতে যে চাই নতুন করে
তোমার বুকের মধ্যিখানে
একবার নয়, বারবার
হাজার বার
লক্ষ সুখে।
❑
বাগেরহাট।
No comments