আমার ভূবন ❑ তৃপ্তি রায়
আমার ভূবন
তৃপ্তি রায়
❑
আমার নির্জন ভূবনের একা বাসিন্দা আমি
একা হাসি, একা কাঁদি, একা একা স্বপ্ন দেখি
অন্যকোন জনমানবের চিহ্নমাত্র নেই সেথায়
মনের আকাশ কালোমেঘে ছাওয়া অহর্নিশ
নেই সেথায় চাঁদ, সূর্য কিংবা তারার ঝলকানি
ভালোবাসাহীন এ ভূবনে দুঃখের ছড়াছড়ি
না পাওয়ার বাটখারা ভিষণ ভারী
নাই স্মৃতিচারণ করার মতো সুখস্মৃতি
যেটুকু সুখ পেয়েছি অনাকাঙ্খিত জীবনে
তা খুঁজেনিতে হয়েছে দুঃখের ভিতরথেকে
যেমন রাজহংসী দুধ পানকরে জলের মিশ্রন থেকে
পাহাড়সম বেদনা যা বয়েবেড়াই শৈশব থেকে
যৌবনে তা ক্রমবর্ধিষ্ণু হয়ে বার্ধক্যের দিকে ধাবমান
দুঃখ বাসা বেঁধেছে আমার অন্তরে মরণ ব্যাধি হয়ে
আমার পৃথিবী আশা নিরাশার দোলাচলে দোদুল্যমান
স্বপ্ন দেখার দুঃসাহস ও নাই আমার জীবনে
সুখতো এক সুখ পাখি ধরাদেবেনা এ জীবনে
আমি ওম দিই দুঃখকে নিজের মাঝে
জন্মদিই দুঃখ নতুনকরে, নতুনভাবে
ভুলেগেছি হাসতে, জল গড়ায় দু'চোখ বেয়ে
এ এক আজব দুনিয়া যা চাই তা পাইনা
আর যা পাই তা সত্যিই চাইনা।
No comments