Header Ads

নিম্নবিত্তের নারী _ মমতা পাল


নিম্নবিত্তের নারী

মমতা পাল

২২/৫/২০২১

নিম্নবিত্তের নারী মানেই

বেদনার নীল কুঁড়ি

দুঃখের দহনে পোড়ানো জীবনে

কুড়িতেই হয় বুড়ি।

নিম্নবিত্তের নারী মানেই

অাশাহত এক ফুল

জীবন খাতার পরতে পরতে

বিছানো শত যে ভুল।

নিম্নবিত্তের নারী মানেই

ঘামেতে ভিজানো দেহ

বুকের পাঁজরে জড়ায়ে ধরে

অাদর করেনা কেহ।

নিম্নবিত্তের নারী মানেই

দুচোখে পোড়ানো স্বপ্ন

ধুকে ধুকে চলা ব্যথিত জীবন

রয়না সুখেতে মগ্ন।

নিম্নবিত্তের নারী মানেই

নিবু নিবু কিছু অাশা

রৌদ্রে পোড়ানো তামাটে জীবনে

ধোঁয়া ধোঁয়া ভালোবাসা।

নিম্নবিত্তের নারী মানেই

কষ্টের ইতিহাস

বোবা কান্নার লুকোচুরি খেলা

চলে যে বারোটি মাস।

নিম্নবিত্তের নারী মানেই

অপমান, অপবাদ

চোখের জলের হিসাব মিলাতে

বাড়ায়না কেউ হাত।

বঞ্চিত এই নারীর ভাগ্যে

জোটেনাতো ভালোবাসা

ভেঙে দিই যত দুঃস্বপ্ন

বুকেতে জাগাই অাশা।

No comments

Powered by Blogger.