Header Ads

প্রথম প্রেম ❑ সাবরিনা মোয়াজ্জেম ❑ পর্ব_০১

প্রথম প্রেম

সাবরিনা মোয়াজ্জেম

পর্ব_০১

রাহাত কথা বলতে বলতে ফুঁফিয়ে কেঁদে উঠলো! ছেলে মানুষ এমন কাঁদতে পারে আমার জানা ছিলোনা! ছেলেরা যখন কাঁদে তখন তাদের চোখ লাল হয়! আজ রাহাতকে রীতিমতো মেয়েদের মতো কাঁদতে দেখলাম!

রাহাতের সাথে আমার কিছু দিনের পরিচয়। কিছুদিনের ভেতর তার সাথে আকুল বন্ধুত্ব! সব কথা ই দুজন দুজনকে শেয়ার করছি একান্ত ব্যাক্তিগত ছাড়া! রাহাত আমার চেয়ে ঢেড় বেশী বড়। বড় পদেও চাকরি করে! কিন্তু তাই বলে দুজনের মাঝে কোনো সমস্যা নেই! বরং তার বন্ধুত্ব আমি বেশী এনজয় করি! হঠাৎ একদিন প্রেম বিষয়ক কথা উঠলো! শুনেছিলাম, জীবনের প্রথম প্রেম নাকি ভোলা যায়না! হা, রাহাতের সাথে পরিচয় হয়ে জীবনের প্রথম প্রেম যে ভোলা যায়না তার প্রমাণ পেলাম!

শুনুন রাহাতের মুখে ই!

বাবার বদলির চাকরির সুত্রে অনেক জায়গায় আমাদের যেতে হয়েছে! ক্লাস টু থেকে ভালোলাগার বিহ্বলতা শুরু হয়েছে! যে মেয়েটি পাশে বসতো তার সাথেই আমার কঠিন বন্ধুত্ব হতো! এই করে অনেক অনেক মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয়! হা, আরেকটা কারণ ছিলো আমি ক্লাসে বরাবর ই প্রথম হতাম!

এই জন্য মেয়েরা আমার পিছু হুমড়ি খেয়ে পরতো, আমিও এনজয় করতাম! পড়ার স্পীড আরও বেড়ে যেতো! দেখতেও হ্যান্ডসাম ছিলাম তাই মেয়েরা তো পিছু নেবেই! মুখে না বলুক চোখে চোখে অনেক কথা বলতো! এমন করে ই ক্লাস নাইনে পড়ার সময় বাবার বদলির সুত্রে ঢাকায় চলে আসা!

চলবে........

মডেলঃ আমার মেয়ে, ডাক্তার শাহ ফারাহ।


No comments

Powered by Blogger.