আর যুদ্ধ দেখিতে চাইনা ❑ খালিদ বিন আকরাম
আর যুদ্ধ দেখিতে চাইনা
খালিদ
বিন আকরাম
❑
আমি
চাইনা দেখিতে রক্তপাত
সংঘাত
বিধ্বংসী অস্ত্র
আমি
চাইনা দেখিতে জীবননাশ
ক্রন্দনরত
কিশোরীকে বিবস্র।
❑
আমি
চাইনা দেখিতে আর্তনাদ
ক্ষুধার্ত
মানবের চিৎকার
আমি
চাইনা দেখিতে সংঘাত
অসহায়ের
ঝুলি ভিক্ষার।
❑
আমি
চাইনা দেখিতে যুদ্ধ
খুন
ঝরা দেহ
চাইনা
দেখিতে ক্ষুদ্ধ হওয়া
ধুলোর
ভূবনে কেহ।
❑
চাইনা
দেখিতে লাশের মিছিল
সারি
সারি লাশ
আমি
চাইনা দেখিতে রক্তে ভিজেছে
সবুজ
দুর্বা ঘাস।
❑
চাইনা
দেখিতে রণ প্রস্তুতি
লৌহ
হেলমেট মাথায়
চাইনা
দেখিতে স্বজনের ক্রন্দন
আপন
আত্মীয়ের মায়ায়।
❑
চাইনা
দেখিতে যুদ্ধ বিমান
কামান
বারুদের খোসা
চাইনা
দেখিতে উন্মুক্ত মানবতা
কোনো
দানবের কাছে পোষা।
❑
চাইনা
দেখিতে জলের উপরে
যুদ্ধজাহাজ
শত শত
চাইনা
দেখিতে জলের অতলে
সৈন্য
ডুবছে অবিরত।
❑
আমি
চাই শান্তির পায়রা
উড়ে
চলুক অবিরাম
মিলেমিশে
থাক সামনে পিছে
আর
ডানে বাম।
❑
ধ্বংস
হোক সকল বিধ্বংসী
নিভে
যাক আগুন
আমি
চাই সুখময় বসুন্ধরা
আর
শান্তির ফাগুন।
No comments