Header Ads

আর যুদ্ধ দেখিতে চাইনা ❑ খালিদ বিন আকরাম

আর যুদ্ধ দেখিতে চাইনা

খালিদ বিন আকরাম

আমি চাইনা দেখিতে রক্তপাত

সংঘাত বিধ্বংসী অস্ত্র

আমি চাইনা দেখিতে জীবননাশ

ক্রন্দনরত কিশোরীকে বিবস্র।

আমি চাইনা দেখিতে আর্তনাদ

ক্ষুধার্ত মানবের চিৎকার

আমি চাইনা দেখিতে সংঘাত

অসহায়ের ঝুলি ভিক্ষার।

আমি চাইনা দেখিতে যুদ্ধ

খুন ঝরা দেহ

চাইনা দেখিতে ক্ষুদ্ধ হওয়া

ধুলোর ভূবনে কেহ।

চাইনা দেখিতে লাশের মিছিল

সারি সারি লাশ

আমি চাইনা দেখিতে রক্তে ভিজেছে

সবুজ দুর্বা ঘাস।

চাইনা দেখিতে রণ প্রস্তুতি

লৌহ হেলমেট মাথায়

চাইনা দেখিতে স্বজনের ক্রন্দন

আপন আত্মীয়ের মায়ায়।

চাইনা দেখিতে যুদ্ধ বিমান

কামান বারুদের খোসা

চাইনা দেখিতে উন্মুক্ত মানবতা

কোনো দানবের কাছে পোষা।

চাইনা দেখিতে জলের উপরে

যুদ্ধজাহাজ শত শত

চাইনা দেখিতে জলের অতলে

সৈন্য ডুবছে অবিরত।

আমি চাই শান্তির পায়রা

উড়ে চলুক অবিরাম

মিলেমিশে থাক সামনে পিছে

আর ডানে বাম।

ধ্বংস হোক সকল বিধ্বংসী

নিভে যাক আগুন

আমি চাই সুখময় বসুন্ধরা

আর শান্তির ফাগুন।


No comments

Powered by Blogger.