নিস্তব্ধ নিশুতিনী ❑ সাবরিনা মোয়াজ্জেম ❑ পর্ব_০৩
নিস্তব্ধ নিশুতিনী
সাবরিনা মোয়াজ্জেম
❑
পাভেল স্তব্দ! রুবার বেখাপ্পা আচরণ দিন দিন বেড়েই যাচ্ছে। পাভেল কিছুতেই আর রুবাকে দমাতে পারছেনা! রুবার দারুণ জেদের কারণে পাভেলও যেনো এই আচরণ টুকু মেনে নিয়েছে! এবার রুবা বিশাল চিঠি লিখে পাভেলকে মনের কথা বলে দিলো! পাভেল ভাবে, মনের কথাতো প্রথম দিন থেকেই বুঝতে পেরেছে! কিন্তু সবার সামনে রুবা যা করে তা খুবই বিব্রতকর! রুবার ঘরের সবাই এটাকে পাগলামো ভেবে পাত্তা দিচ্ছেনা কারণ রুবার বড় সাথী । সাথী ইন্টারমিডিয়েট পড়ে। সবার ধারণা প্রেম হলে সাথীর সাথে হবে। রুবার সাথে নয়! অবুঝ বয়সের আদিখ্যেতা ভেবে কেউ আমলে নেইনি!
এদিকে চোরা চাউনিতে পাভেলকে সাথী অপলক দেখে! ঘুম ঘোরে স্বপ্নের দোলা। মাঝরাতে খোলা আকাশের নীচে গুন গুন করে গান গাওয়া। পাভেলকে নিয়ে স্বপ্ন তরিতে ভেসে বেড়ানো সাথীর কাজের ফাঁকের আনন্দ! সাথী ভাবছে পাভেলকে বলবে কিন্তু নাহ বলা হয়না! হা বলবে আগে ফাইনাল পরিক্ষা হয়ে যাক! তাছাড়া মা সাথীকে চোখে চোখে রাখে। যদি কিছু ধরা পরে পাছে পাভেলের এই বাড়ি আসা ই বন্ধ হয়ে যাবে! পাভেলকে ছাড়া সাথী অন্ধ। এই এক বছরে পাভেলকে সাথী মনের অজান্তেই কাছে টেনে নিয়েছে।আর পাভেলের রোজ শুক্রবার আসা কিংবা বড় কোনো ছুটির অর্ধেক সময় কাটে সাথীদের বাড়িতে ই! ছুটিতে চট্টগ্রাম গেলে নানান অজুহাত তুলে ঢাকায় এসে পরে। এসব ভেবে সাথী ধরেই নেই পাভেল তার জন্যেই এই বাড়িতে আসে! পাভেলের সাথে সাথীরও খুব সখ্যতা কিন্তু তা সীমানা লংগন করে নয়। পাভেল এলে, মনে মনে সাথী অস্থির হয়ে যায় কিন্তু উপরে ভাব দেখায় হা এসেছে তো, কি হয়েছে। কারণ পাভেল এখনো স্টুডেন্ট। তাই পাভেলকে সাথী হারাতে চায়না। সাথী সব কিছু হজম করে অপেক্ষা করে!
এদিকে পাভেল আর রুবার প্রেমের নাও উজান গাঙে বইছে। তবে রুবার পাগলামো মেনে নেয় পাভেল কিন্তু রুবার চুমুর প্রতিউত্তর পাভেল দেয়না। কারণ রুবা এখনো অনেক ছোট। পাভেল এলেই রুবা পাগলের মতো পাগলামো করে। গাছকে বেয়ে যেমন সাপ উঠে পাভেলকে একা পেলেই রুবা ঠিক তেমন করে। কখনো পাভেল শুয়ে থাকলে রুবা পাভেলের শরীরের উপর সটান মেরে থাকে। সাপের মতো এঁকে বেঁকে যায়! পাভেল কতোদিন এই জ্বালা হজম করবে? এই রুবা বিয়ে করবি? হা করবো! এখুনি? এই মুহুর্তে! চল পালিয়ে যায়? চলো! এবার কাছে টেনে বুকে জড়িয়ে ধরে পাভেল। রুবার তোর পাগলামোর কাছে আমি হেরে গেলাম! রুবা শান্ত মেয়ের মতো হুহু করে কাঁদে পাভেলের বুকে! পাভেলের মনে ঝড় উঠে!


.jpg)


.jpg)
.jpg)
No comments