নিস্তব্ধ নিশুতিনী ❑ সাবরিনা মোয়াজ্জেম ❑ পর্ব_০১
নিস্তব্ধ নিশুতিনী
সাবরিনা মোয়াজ্জেম
❑
দুহাত মেলে হাই তুলেছি যেইনা মাত্র টুক করে রুবা চুমু খেয়ে নিলো! হেয়ালী করিস কেনো? হেয়ালি নয় এযে সম্পর্ক! কি সম্পর্ক রে, তা তুমি বুঝবেনা ভাইয়া! রহস্য করিসনে, ফুফুকে বলে দেবো কিন্তু! জিহবা বের করে ভেংচি কেটে চলে গেলো রুবা, যাবার আগে ওর কানটা মলে দিলাম আমি! আমি ঢাকা ইউনোভার্সিটিতে আর ও এইটে! এতো পুছকির সাহস দেখে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারিনা! দুপুরে সবাই ঘুমায় আমি ছাদে চলে এলে ই ও টুপ করে গুটি গুটি পায়ে ছাদে চলে আসে! এই বলে নিঃশ্বাস ছেড়ে দিলো পাভেল!
এটা সত্তর দশকের শেষের দিকের কথা
তার পরের টুকু আমার কাছ থেকেই শুনুন!
পাভেল আর রুবার বাবা এক ডিপার্টমেন্টে চাকরি করার ধরুন তাদের খুব বন্ধুত্ব। তারা দুজন ই অবিবাহিত। শরীরের রন্ধ্রে রন্ধ্রে ভাব। দুজন দুজনকে ছাড়া কিছুই বোঝেনা। পাভেলের বাবা খুব শৌখিন মানুষ। বিভিন্ন বিষয়ে তার এক্সপেরিমেন্ট চায়! সে মাছ ধরতে ভীষণ পছন্দ করতেন। ভলিবল, হকি ইত্যাদি খেলার খুব নেশা। দু বন্ধু মিলে মাছ ধরতে যায়। মাছ ধরে এনে কেটে কুটে দুজন মিলে খায় সম বন্টন করে। একদিন মাছ শিকারে গেলে সেদিন পাভেলের বাবার মাছ ভাগ্য খুব মন্দ ছিলো।যে টুকু সময় ছিলো তখন একটা মাছ ই পায় আর কোনো মাছ ধরা পরেনি!
ভগ্ন হৃদয়ে বাসায় ফিরে মাছ কেটে রাধলো। সেদিনের মাছের টুকরো বেমিল হয়! তখন দুজন এক শর্তে আসে আর তা হলো যে বাড়তি টুকরোটা খাবে সে যেখানেই বিয়ে করুক না কেনো সে তার শালা হবে! পাভেলের বাবার বন্ধু সেই টুকরোটি প্লেটে নিয়ে খেয়ে ফেললো! তারপর একই বছরের ভিন্ন ভিন্ন তারিখে তারা দু বন্ধু বিয়ে করে। পাভেলের বাবা তার বন্ধুর বউয়ের ভাই হয়ে যায়। একেবারে আপন ভাইয়ের মতো সম্পর্কে জড়িয়ে পরে। তাদের মাঝে দ্বিতীয় শর্ত তাদের বাচ্চা হলে একই নামে নাম হবে। হলোও তাই!
দুজনার ই আগে ছেলে হয়েছে তাই দুজনার ছেলের নাম ই পাভেল। পরে মেয়ে হয়েছে তাদের, দুজনার মেয়ের নাম ই বেবি রেখেছে! এভাবে আপন ফুফু আর আপন মামা দুটো পরিবার পেয়ে গেলো। কেউ কাউকে ছাড়া যেনো অন্ধ। সরকারি চাকুরে যারা করে তারা তো আর চিরদিন এক জায়গায় থাকেনা। বদলির সুত্রে দুজন ই দু-মেরুতে অবস্থান করে! যাবার সময় দু পরিবারের গগন বিধারী কান্নায় আকাশ বাতাস কাঁদে! সেদিনের বিদায় খুব কষ্টের ছিলো দু পরিবারের জন্যে! যেখানে একটি আম পেলে দু ঘরে ভাগ করে খায়। সেখানে এই বিরহ যেনো মৃত্যুসম!
চলবে........


.jpg)


.jpg)
.jpg)
No comments