Header Ads

আমার বিবর্ণ সকাল _ পপি প্রামানিক


আমার বিবর্ণ সকাল

পপি প্রামানিক

আমার জীবনের প্রতিটি ভোর আসে তোমাকে ভেবেই।

মন্দিরের মঙ্গলারতির কাঁসর-ঘণ্টার ধ্বনিতেই ঘুম ভাঙে,

আর চোখ খুলেই মোবাইল স্কিনে হাত!

আগে থেকেই সাজিয়ে রাখা সুপ্রভাত পোস্ট ----

সব তোমার জন্য, তোমার সুখময় জীবন কামনায়।

এখনও প্রতিটি ভোর আসে, ঘুম ভাঙে,

চোখ খুলে তোমাকেই ভাবি।

কিন্তু মোবাইলে সুপ্রভাত পোস্ট আর দেওয়া হয় না।

কারণটা হয়তো তুমিই----!

এখনও ঠিক আগের মতো সকালে পুব আকাশে

নতুন উদ্যমে রঙ ছড়িয়ে সূর্য ওঠে,

ছড়িয়ে পরে প্রভাতী সুরের মূর্ছনায় হাজারো আনন্দধারা।

পাখিরা মিষ্টি মধুর সুরে গান গায়,

ফুলের কলিরা পাপড়ি মেলে সুবাস ছড়ায়,

প্রজাপতি পাখা মেলে উড়ে বেড়ায়,

ঝিরিঝিরি হিমেল হাওয়া বয়ে যায়।

কিন্তু আমার হৃদয় আকাশে সূর্যোদয় ঘটে না!

বিষন্নতার কালো মেঘে ছেয়ে গেছে সেই আকাশ।

মনের পাখিরা আর গান গায় না,

হৃদ বাগানের ফুলের কলি প্রস্ফুটিত হবার আগেই ঝরে যায়।

প্রজাপতিগুলোও নিশ্চুপ হয়ে রয়।

শুধুই মনের অলি গলিতে ঝরো হাওয়া বয়ে যায়।

তাই তো আমার জীবনের প্রতিটি সকাল বিবর্ণ মনে হয়,

আমার চঞ্চল মন অসার হয়ে রয়।

কিন্তু আজও আমার প্রতিটি সকাল তুমিময়!

তবে মনে শিহরণ জাগে না, পুলকিত হয় না আর মনটা।

এখন আর গরম কফির পেয়ালার ধোঁয়া নাকে গন্ধ ছড়ায় না।

তুমি মাঝে মাঝেই বলতে বোঁচা নাকে গন্ধ লাগে না।

এখন আমি বুঝতে পারি- আমার নাকটা সত্যি সত্যি বোঁচা।

আমি কি তবে অনুভূতিহীন???

কই না তো!!

আমার অনুভূতিগুলো এখনো সচল।

কারণ এখনও ক্ষুধা-তৃষ্ণা, শীত-গ্রীষ্ম অনুভব করতে পারি।

এখন শুধুই তৃষ্ণার্ত চাতকের ন্যায় নিষ্পলক চেয়ে থাকি,

বিমোহিত আশায় বুক বাঁধি।

অবচেতন মনে ভাবনার চিলেকোঠায় কত কি যে ভাবি!

ভাবি পুরনো সব স্মৃতি ভুলে যাবো এক নিমিষেই।

কিন্তু পারি না ভুলতে!

তখন বড্ড অভিমান হয়,

ইচ্ছে করে অভিমানে বৃষ্টি হয়ে ঝরে যাই।

সেটাও পারি না।

তাই তো আমার জীবনের প্রতিটি সকাল এখন শুধুই বিবর্ণ!!!

No comments

Powered by Blogger.