Header Ads

আমার ঈদ অভিজ্ঞতা _ জান্নাতুল মাওয়া

আমার ঈদ অভিজ্ঞতা

জান্নাতুল মাওয়া

একমাস রোজার পর একফালি চাঁদের অপেক্ষা-----

যে চাঁদটিতে থাকতো মেহেদী রঙ, আতর, গোলাপের সুবাস,থাকতো কোলাকুলি, নতুন জামাকাপড়ে ঘোরাঘুরির আমেজ।

নীল আকাশের চাঁদটি ধরা দিতো জমিনের সকল মুসলিমের হৃদয়ে।আনন্দে সামিল হতো অন্যান্য ধর্মালম্বীরাও----

রেডিও, টেলিভিশনে চলতো কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গানটি, তালে তালে মন আনন্দে নেচে উঠতো ----

সকালে বিভিন্ন রকমের সেমাই খেয়ে চলতো সালাম বিনিময়। আকাশ বাতাস কম্পিত হতো তাকবিরের মুহুর্মুহু ধ্বনিতে। এককথায় প্রকৃতি আর মানুষের মাঝে চলতো মহামিলনের সমাহার, চলতো সামাজিকতা, আত্মীয়তা -----

বর্তমানে ঈদ চারদেয়ালে বন্দি। বন্দি মাস্কের আড়ালে সমাজিকতা, আত্মীয়তা---

অতীতে যা দেখেছি বর্তমান অনেকটা ভিন্ন চিত্র, ভবিষ্যতে হয়তো এ টুকুও থাকবে না।

আল্লাহ আমাদের সেদিনগুলো ফিরিয়ে দিন।ফিরিয়ে দিন চাঁদের সাথে আমাদের নিবিড় সখ্যতা,প্রকৃতিতে আবার সুর বাজুক, মানুষ

আর প্রকৃতির মাঝে ফিরে আসুক ভারসাম্য।

সবার জন্য শুভকামনা। ঈদ মুবারক

 

No comments

Powered by Blogger.