স্বপ্ন _ পার্থিব সিংহ
স্বপ্ন
পার্থিব সিংহ
❑
রংধনু আজও যায়নি হারিয়ে ওঠে আকাশের গায়,
শুধু তোর কথা মনে পড়লে, মন উদাস হয়ে যায় ৷
রংধনু ,আজও দেখা দেয় মেঘ বালিকার ভীড়ে,
তোর কথা ভেবে মোর মন ছুটে, স্বপ্ন নদীর তীরে ৷
স্বপ্নের টানে স্বপ্ন নদীতে আসে প্রেমের জোয়ার,
লুকানো প্রেম আর ভালোবাসাতে ভরে মনের দুয়ার৷
নিশুতি রাতে স্বপ্ন নদীতে যখন জ্যোৎস্না নামে,
ময়ূর পঙ্খী পানসীতে ভাসি, তুই রোস মোর বামে ৷
স্বপ্নে বিভোর হয়ে ভাসি , দেখিনা কারোও মুখ,
জ্যোৎস্না মাখা নিশুতি , বড় অদ্ভুত নিশ্চুপ ৷
স্বপ্নেতে ভেসে স্বপ্ন নদীতে মেটে কাঙ্খিত আশা,
স্বপ্নেতে এতো ভালোবাসা পেয়ে হারিয়ে ফেলি ভাষা৷
ভোরের পাখির ডাকে স্বপ্ন লুকায় চুপিসারে,
তুইও কোথায় হারিয়ে গেলি গভীর অন্ধকারে ৷
বাতায়ন পানে চেয়ে দেখি আমি দূর আকাশের গায়,
কোথায় মিলালো রংধনু! নিশি আর বাকি নাই !
বিছানাতে বসে ভাবি, জীবন ছোট্ট একটা গল্প,
সুখ দুঃখ কল্পনা আছে, মান অভিমানও অল্প ৷
তবুও আমি হতাশ না হয়ে, তোকে নিয়ে বাঁধি সুর,
জানি না তুই কোথায় আছিস, জানি না তা কতদূর ৷
No comments