রকমারি আজব খাওয়া _ আব্দুল লতিফ
রকমারি আজব খাওয়া 
আব্দুল লতিফ 
❑
কতরকম খাবার খাই, 
চুরি করে আচার খাই,
পা পিছলে আছাড় খাই,
পথে যেতে হোঁচট খাই,
শরীরেতে মোচড় খাই, 
লোকের ভিড়ে ধাক্কা খাই,
ক্রিকেট মাঠে ছক্কা খাই,
কনুই -এর গুঁতো খাই,
বসের কাছে বকা খাই,
ঠকের কাছে ধোঁকা খাই,
ভালোবেসে ছ্যাঁকা খাই,
কারেন্টেরও শক খাই,
মিথ্যা বলে কসম খাই,
খাবার আটকে বিষম খাই, 
মেশিনেতে তেল খায়, 
ঘটিবাটি টোল খায়, 
ফুটবলে গোল খায়,
দোলনাতে দোল খায়, 
ঠকে গিয়ে ঘোল খাই,
আঁধারেতে ভয় খাই, 
ভীষণ ভয়ে ভিরমি খাই,
সংসারে ঘাড় ধাক্কা খাই,
ঠাট্টা করা গাঁট্টা খাই,
গৃহে কথার ছোবল খাই,
শিশুরা আদর খায়,
বাজারে হিমশিম খাই,
পরের মুখে ঝাল খাই,
বড়োবাবুর গাল খাই, 
দাঁতখিঁচুনি, তাও খাই,
মাছের মত খাবি খাই,
বসে বসে হাওয়া খাই,
কখনো চোখের মাথা খাই,
গাঁজাখোরে গাঁজা খায়,
সুদখোরে সুদ খায়,
পরের হাতে তামাক খাই,
নেতার কাছে ধমক খাই,
উপকারির নিমক খাই,
চোর পুলিশের তাড়া খায়,
ধরা পড়ে মার খায়,
কিল,চড় আর ঘুসি খায়,
লাথি খায়,আর গুলি খায়,
লাঠির বাড়ি, সেটাও খায়,
কখনো কানমলা খাই,
কখনো বা চিমটি খাই,
মালিকেরা চাকরি খায়,
ধার দিয়ে দাগা খাই,
বড়োরকম ঘা খাই,
সু্যোগ পেলে ঘুস খাই,
ধরা পড়ে পাল্টি খাই,
কখনো ডিগবাজি খাই,
চরকিতে ঘুরপাক খাই,
সাপের গালে চুমু খাই,
ব্যাঙের গালেও চুমু খাই, 
রাতে মশার কামড় খাই,
বাড়া ভাতে ছাই খাই,
লাজলজ্জার মাথা খাই, 
কমিশন, কাটমানি খাই,
কখনো লুটেপুটে খাই,
কচুপোড়া তাও খাই, 
শেষেতে কাঁচকলা খাই।


.jpg)


.jpg)
.jpg)
No comments