শ্রদ্ধায় রবী _ জান্নাতুল মাওয়া
শ্রদ্ধায় রবী
জান্নাতুল মাওয়া
❑
তোমায় নিয়ে লেখার সাধ্য আমার নেই গো কবি,
তুমি এপার ওপার বিশ্বলয়ে খেলিছো ওগো রবি।
গানে গানে ভরিলে ভুবন জয় করিলে মনন,
সবুজ সোনালী বাংলা আজি করিছে তোমারে স্মরণ।
জাতীয় সংগীতে অমর তুমি মায়ের বাণী সুধা,
দিবস রজনী চেয়ে দেখি রূপ মেটেনা তবু ক্ষুধা।
মাধবীলতায় জড়াজড়িতে রহে না নন্দনকানন,
ছবি এঁকে কেউ দেয় না চুমু হয়েছে বুঝি মরণ।
আয়তনেত্র দীঘল হস্তে লিখেছো কত কবিতা,
সবার আগে শুনিতো তাহা মনের রাণী সবিতা।
মিলন বিরহের মধুর সুরে গাইতে কত গান,
যে গান শুনিয়া বনের পাখি হারাইতো মনপ্রাণ।
শান বাঁধানো কুঠি বাড়িতে বাঁধানো নৌকা খানি,
আম্রকাননে ভ্রমর ডাকিছে তোমাকে রবি জানি।
এই বৈশাখে এসেছিলে ঘরে ঝড় ঝঞ্ঝা সরিয়া,
শ্রাবণের ঢলে ছল ছল চোখে গেলে গো আবার চলিয়া।
তালগাছখানি দিয়া হাতছানি ডেকে ডেকে হয় সারা,
মাথা দুলিয়ে সবুজে সবুজে মিলনে আত্ম হারা।
কাড়িয়া লইতে একখণ্ড জমি এখনো বাবুরা লড়ে,
যেতে হয় ওপারে শূন্য হাতে তবু্ও ইমারত গড়ে।
তাহার পরাণে পরাণ বাঁধিয়া রচিলে কত গান,
লুকিয়ে আছো হিয়ার মাঝে গলে গলে যায় প্রাণ।
তোমার সুরে সুর মিলাতে বয়ে যায় কত বেলা,
নন্দন কাননে গুন গুন করে ওলিরা করেনা খেলা।
আলোকঝরা জোছনা রাতে শ্রদ্ধা তোমায় রবি,
আকাশে আজি তারার কাঁদন শোন হে বিশ্বকবি।
সাহিত্য নাটক কবিতারা আজো কলমে তোমায় চায়,
কাবুলিওয়ালার ছোট্ট মিনিটা নেচে নেচে ফল খায়।
বাংলা তোমার তুমি বাংলার হৃদয়ে আছো জানি,
তুমি হীনা রবি মলিন আজো মায়ের বদন খানি।
No comments