Header Ads

জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে ❑ তোমারে হেরি


জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে

তোমারে হেরি

জান্নাতুল মাওয়া

তোমারে আমি যাবনা ভুলি

গাঁথিতে মালা শিউলি তুলি

গলেতে প্রিয় পরাবো বলি

দুর দেশেতে এলাম চলি।

জোছনা রাতে মধুরো বাঁশি

উজাড় করি দিয়েছো হাসি

চেয়োনা ওগো সর্বনাশী

পরেছি গলে প্রেমেরো ফাঁসি।

তরঙ্গ কোলে দোলে তরণী

বিরহে কাটে দিন রজনী

বধুয়া চাহে ঘোমটা টানি

হৃদয় পোড়ে তোমাতে জানি।

কুসুমে আজি ভরিছে বাগ

বুলবুলিটা করেছে রাগ

দিয়েছে মনে জনমে দাগ

নিভিয়ে গেলো জ্বলা চেরাগ।

নয়ন জলে তোমারে স্মরি

প্রেমের মালা দিয়েছো পরি

ভাবনা যত ফেলেছি ছিঁড়ি

প্রণয় তরে তোমারে হেরি।

 

No comments

Powered by Blogger.