বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে ❑ তুমি শুধু নজরুল নও
বিদ্রোহী
কবি কাজী নজরুল ইসলাম স্মরণে
❑
তুমি
শুধু নজরুল নও
কেএসডি
প্রত্যয়
❑
তুমি
শুধু নজরুল নও
তুমি
সৎ, সাহসী, দুর্গম ও বিদ্রোহী।
তুমি
শুধু নজরুল নও
তুমি
অকুতোভয় ধুমকেতু।
তুমি
শুধু নজরুল নও
তুমি
বাংলার সাহিত্য জগতের সেতু।
তুমি
শুধু নজরুল নও
তুমি
বিংশ শতাব্দীর বাঙালি কবি।
তুমি
শুধু নজরুল নও
তুমি
উপন্যাসিক, নাট্যকার ও দার্শনিক।
তুমি
শুধু নজরুল নও
তুমি
বাংলার নবজাগরণের অলংকার।
তুমি
শুধু নজরুল নও
তুমি
বাঙালির মনীষার এক তুঙ্গীয় নিদর্শন।
তুমি
শুধু নজরুল নও
তুমি
শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ।
তুমি
শুধু নজরুল নও
তুমি
গীতিকার, সুরকার ও সম্পাদক।
তুমি
শুধু নজরুল নও
তুমি
রাজনীতিবিদ, সৈনিক ও সাংবাদিক।
তুমি
শুধু নজরুল নও
তুমি
ইসলামী সংগীত ও গজলের স্রষ্টা।
তুমি
শুধু নজরুল নও
তুমি
শ্যামাসঙ্গীত ও নজরুল গীতির সুরস্রষ্টা।
তুমি
শুধু নজরুল নও
তুমি
সাম্যের দুর্বার কবি
তুমি
শুধু নজরুল নও
তুমি
সাম্রাজ্যবাদের বিরোধিতা কবি।
তুমি
শুধু নজরুল নও
তুমি
দারিদ্র্যের অপরাজেয় কবি।
তুমি
শুধু নজরুল নও
তুমি
ছোটগল্প ও লেটো গানের কবি।
No comments