নজরুল স্মরণে ❑ সোহরাব হোসেন
নজরুল স্মরণে
সোহরাব হোসেন
❑
বিশ্বের
দরবারে
উজ্জল
তুমি
কাজী
নজরুল
ইসলাম,
ধর্মীয়
গজল,
হামদ,
নাতে
রেখেছো
মুসলমানের
সম্মান।
মাধুরি
মিশিয়ে
ছন্দ
মিলিয়ে
নিমিষেই
লেখা
গানের
কথা,
এখনো
বাজে
সুরেলা
সুর
জুড়ায়
মনের
যত
ব্যাথা।
সাম্যের
গান
গেয়েছো
তুমি
মানুষের
চেয়ে
নহে
কিছু
মহীয়ান
বিপদ
আসিলে
বলেছ
আবারও
ধর্য্য
শক্তিে
হও
আগুয়ান।
দারিদ্রতা
তোমার
নিত্য
চেনা
ঘুরেছো
বনে
বাদারে,
দুখু
থেকে
বিদ্রোহী
কবি
হয়ে
কাব্য
জগতে
ঝংকার
দিলে।
যুদ্ধ
সংগ্রামে
গেছ
এগিয়ে
স্বাধীনতার
জয়গান
গেয়ে,
তোমায়
হেরে
এখনো
সাহিত্য
আকাশে
কালো
মেঘ
ভাসে।
আমাদের
ছোট
নদী
আজও
সেতো
চলে
বাঁকে
বাঁকে,
তুমি
থাকবে
চিরন্তন
কবিদের
কাব্যের
শাঁখে
শাঁখে।
বিদ্রোহের
কবি
ধরার
মাঝে
ছিলে
বড়ই
চেনা
ছবি,
তুমি
হলে
চির
খ্যাতি
সম্পন্ন
বাঙালিদের
জাতীয়
কবি।
অজস্র
গান
কবিতা
কাব্যগ্রন্থ
রচিয়েছ
বলিষ্ঠ
ব্রেনে,
ভুবন
মাঝে
সব
শিক্ষালয়ে-ই
তুমি
আছ
সুন্দর
ফ্রেমে।
No comments