Header Ads

চিঠি ❑ প্রিয় আমার

প্রিয় আমার,

ফরিদা ইয়াসমিন নার্গিস

জানিনা তুমি কেমন আছো? হয়তো ভালই আছো। আমার কথা ভুলে জীবনটাকে সাজিয়েছ মনের মত করে। আমি কিন্তু তোমার মত ভাল নেই। বাবা মায়ের পছন্দে বিয়ে করতে হয়েছে ঠিকই কিন্তু আজও পর্যন্ত মন পড়ে আছে তোমার কাছে। আমার যার সঙ্গে বিয়ে হয়েছে, সে মানুষ খারাপ না


হলেও তার প্রতি আমার বিন্দুমাত্র অনুভূতি তৈরি হয়নি এতদিনেও। আজ এতদিন পরেও মনে পড়ে যায় তোমার সাথে কাটানো সেই সোনালী সময়ের কথা। আমাকে প্রাণের সখী বলে ডাকতে তুমি, মনে পড়ে? আমাকে একদিন না দেখলে পাগল হয়ে যেতে তুমি। তাই প্রয়োজন না থাকলেও যে কোন অযুহাতে বের হতাম আমি।

মনে পড়ে একদিন কলেজ থেকে ফেরার পথে বৃষ্টি এলো হঠাৎ। নির্জন রাস্তায় হাতের ছাতা ফেলে দিয়ে বৃষ্টিতে ভিজেছিলাম দুজন। তুমি আমার হাত ধরে বলেছিলে," হাত কেউ ছাড়াতে পারবেনা কোনদিন।" তবে কেন রাখলেনা তোমার কথা? ভেবেছিলাম তোমার সামনে দাড়িয়ে প্রশ্ন করব, তা আর হল না।চলে গেলে দূরের দেশে। একা রেখে আমাকে। এখনও বৃষ্টি এলে উদাস হয় আমার মন। ভুলে যাই আমার একটা সংসার আছে। আজও মনে হয় আমার কথা তোমার মনে পড়লে ঠিক ছুটে আসবে আমার কাছে। হয়তো ভুল ভাবছি। তবু্ও যতদিন জীবনটা থাকবে তোমাকে একবার দেখার অপেক্ষায় থাকব।

ভাল থেকো তুমি এই দোয়াই করি সবসময়। তোমার মনের এক কোণে লুকিয়ে রেখো আমায়।

-----ইতি

তোমার ভুলে যাওয়া

"প্রাণের সখী"

"গাছের পাতা নড়েচড়ে

তোমার কথা মনে পড়ে।"

 

 


No comments

Powered by Blogger.