Header Ads

চিঠি ❑ অব্যক্ত ভালোবাসার স্বীকারোক্তিমূলক চিঠি।

 

চিঠি।

অব্যক্ত ভালোবাসার স্বীকারোক্তিমূলক চিঠি।

প্রিয় নিরুপন,

যে দিন তোমায় প্রথম দেখেছিলাম, সেদিনই তোমাকে ভালো লেগেছিল । কিন্ত সেই কথা তোমায় বলতে পারিনি । কারন ভেবেছিলাম তুমি গ্রহন না করলে আমি হাসির পাত্র হবো। সেই ভয়ে আর বলা হয়ে ওঠেনি। নিরু বিশ্বাস


করো আমি মনে মনে তোমাকে খুব ভালোবেসেছিলাম। তোমার কি আমার কথা মনে পরে? আমি কিন্তু আজও তোমায় ভুলিনি । আমি আজও ভুলিনি তোমার সেই মুক্ত ঝড়া হাসি । ভুলিনি তোমার চুলের সুগন্ধ সৌরভ । তুমি যখন রাগ করতে, প্রকৃতি তখন স্তব্ধ হয়ে যেত। তুমি যখন হাসতে প্রকৃতি যেন তার রুপ ফিরে পেত ।

নিরু তুমি যেদিন আমার একান্ত কাছে এসেছিলে,

আমি পারতাম তোমার সুযোগ নিতে কিন্তু নেইনি। কারণ আমি আন্যায়ভাবে তোমার সর্বনাশ করতে চাইনি । আমি যেদিন বগুড়ার পথে রওনা দিলাম, সেদিন তোমার চোখ দুট বারবার ভিজে যাচ্ছিল ,আর তুমি তোমার ওড়না দিয়ে বারবার মুছতেছিলে ।

আমি জানি সেদিন তুমিও ছুটে আসতে চেয়েছিলে আমার সাথে কিন্ত পারোনি ।

কারণ আমরা দুজনেই দুটো গন্ডির মধ্য বন্দি ছিলাম ।

বিশ্বাস করো আমি আজও ভালোবসি তোমায় এবং বেসেই যাবো ততোদিন, যতোদিন বাঁচবো এই পৃথিবীতে। তোমাকে বলতে পারিনি তো কি হয়েছে? পৃথিবীটা বড্ড গোল, চলার পথে কোন একদিন হয়তো দেখা হবে তোমার সাথে। সেদিন না হয় ভালোবাসার কথা বলবো মন খুলে! ততোদিনে ভালো থেকো প্রিয় নিরু। আজ আর নয় সেদিনের অপেক্ষায় রইলাম।

ইতি,

তোমার প্রিয় সৈকত সাহেব।

পার্বত্য জেলা ভ্রমণ কাহিনী থেকে।

সাল 2017 সালের জানুয়ারি মাসে লেখা।

 


No comments

Powered by Blogger.