হঠাৎ দৃষ্টি _ মোহাম্মদ সহিদুল ইসলাম
হঠাৎ দৃষ্টি
................................................
মোহাম্মদ সহিদুল ইসলাম
❑
প্রথমা,
পৃথিবীটা তো গোল, তাই হঠাৎ করে
দেখা হয়ে যেতে পারে,
হয়তো কোন একদিন কোন এক বিকেলে
হঠাৎ করে দেখা হলো__
হয়তো দৃষ্টি নন্দিত বৃষ্টির বিকালে
উৎফুল্লিত মনে কফি শপে বসে কফি খাচ্ছিস,
আর ঠিক সেই মুহূর্তে অনাসৃষ্টির বৃষ্টি ভেজা কাক হয়ে
অযাচিত আমার অনুপ্রবেশ,
অনাহুত সৃষ্টিতে মুগ্ধ দৃষ্টি আমার__
কয়েক মিনিট বাঁধা পড়বে তোর দিকে!
চোখে চোখ পড়তেই তুই কি চোখ ফেরাবি অন্য দিকে!
❑
কোন একদিন, হয়তো আমি ট্রেনে যাচ্ছি-
কাকতালীয় ভাবে আমার পাশের সিটটাই তোর!
আমি তো পুরাই "থ"
অবাক নেত্রে দৃষ্টি আমার কয়েক মিনিট আটকে যাবে তোর দিকে!
চোখে চোখ পড়তেই তুই কি মুখ ফেরাবি নীলিমার নীলে!
আর আমি পাগল হয়ে নীল নীরদের ভিড়ে তোকে খুঁজব!
❑
হয়তো কোনো একদিন তোর বাসার সামনে দিয়ে
ঘিঞ্জি রাস্তায় হেটে যাচ্ছি-
আকষ্মিক তুই সামনে এলে!
অনিচ্ছাতে চোখে চোখ পড়তেই,
তুই কোলাহলের ভিড়ে মিশে গেলি,
আর আমি সরণির ধারে নিঃস্ব দাঁড়িয়ে
অদৃষ্টের অদৃশ্যে তোকে খুঁজলাম!
❑
হয়তো কোনো একদিন তোর-আমার দেখা হবে!
পারবি কি তুই সেদিন আমায় বুকে টেনে নিতে!!
আমি কি আর পারবো তোর ঐ কপালে চুম দিতে!
জানি, হয়তো তুই হারাবি নিয়ম নীতির ভিড়ে,
ঠেলে দিয়ে আমাকে তুই? রাবণ চিতার নীড়ে!
No comments