Header Ads

বিশ্বমানবতা নিভৃতে কাঁদে _ শাহ্ জালাল বিল্লাহ্


বিশ্বমানবতা নিভৃতে কাঁদে
শাহ্ জালাল বিল্লাহ্
-------------------
এভাবে আর কতো---------!
দুঃখ-ক্লেশে ভরা এমন, বন্দিশালায় দুঃসহ জীবন,
আহ্, চলছে অবিরত !
চোখ মেলেই ঝাঁপসা দেখি,নীতিবাণী সব অলীক-মেকি,
কালো মেঘে ছেয়ে গেছে চারিদিক;
মারণাস্ত্রের হিংস্র লড়াই, শক্তিশালীরা মেতেছে সবাই,
লক্ষ প্রাণের বিকাশ ঘটে একাহিক।
মানুষের স্বপ্নে ভাগ্যাকাশে, ছেয়ে গেছে যে অনায়াসে,
অমানিশার ঘোর অন্ধকার;
বাড়ি,গাড়ি,উঁচু পদ, ভুঁই,কড়ি,সম্পদ
নিমিষেই হয়ে যায় ছারখার।
আজকাল বড় বেশি আমি, চমকে চমকে থামি,
ভাবনায় বড্ড বেশিই ডুবে থাকি;
চারিদিকে এ কী বোল! বিবেকের মাথায় গোল,
এ লজ্জা যে কোথায় রাখি !
বার বার এ কি শুনি? নিত্য কান্নার প্রতিধ্বনি,
অভুক্ত মানুষের শোরগোল;
মর্মের কী বেদায়, নিঃশব্দ কান্না পায়!
আঁখি জলে ভিজে যায় তপ্ত কপোল।
উৎপীড়িতের শুনি চিৎকার, কাঁপে অন্তর জ্বলে মস্তক,
পোড়ে নিত্য পুরো গাত্র;
বুকের মধ্যখানে, অনুকম্প তনু-মনে,
খুব বেশি ধুপ্ ধুপ্ করে অহোরাত্র।
কথায় খই ভাজে, নিজ রায়ে গুণী সাজে,
বাহ্, সবই তো ঠিক আছে!
প্রেম-প্রীতি, মৈত্রীবন্ধন, মানবতার মায়া ক্রন্দন,
চলছে কী যে নতুন ধাঁচে!
বৈঠক, সভায়, ভোজনে, প্রেমচুম্বনে, উষ্ণ করমর্দনে
রাগবরাই যে নাচে উচ্ছ্বাসে;
জ্ঞানগর্ব বুলিতে, মানবতার ধুলিতে,স্বার্থ রেখে ঝুলিতে,
মাতালের দল মত্ত বিলাসে।
ধন শক্তি,জনবল,রণতরী,বীরবল,শক্তি,সাহস,মনোবল,
আহ্, দুঃস্থের প্রাণ নিত্য নাশে!
আর কতো হিংস্রতা,পশুত্ববোধ,শঠতা,মিছে বাণী-বার্তা?
লাশস্তুপে দাঁড়িয়ে নাচো মহা উল্লাসে?
শোষকের পাতা ফাঁদে, মানবতা আজ নিভৃতে কাঁদে,
আর কী আছে তাদের পাবার?
ভোগে মত্ত নিরালায়, উন্মাদনায় গড়াগড়ি খায়,
অভুক্তরা খায় ডাস্টবিনের খাবার!
নিরাশ্রয়দের এ কী হলো! গায়ে মেখে বালু-ধুলো,
মুখ গুঁজে সুখ খুঁজে ঘুমায় পথপাশে;
মিট মিট চেয়ে রয়, নিঃশব্দ কথা কয়,
একটুখানি বাঁচিবার বড় আশে।
ওঁদের যে থেকেও নেই, সবই শেষ নিমেষেই,
ওঁরাই কাঙ্গাল, ভিক্ষুক, অসহায়;
একটুখানি হাত বাড়ায়, কী যে বলে ইশারায়!
ওঁদের বাঁচাবার নেই কি দায়?
ক্ষুদ্র অনুজীবের তোলপাড়,কাঁপছো কেনো বারবার?
এতো ভয় আজ কীসে?
প্রতাপে কাঁপালে বিশ্ব, এখন যে তুমিই নিঃস্ব,
নিমিষেই গেলে কি ধুলায় মিশে?
'করোনা'য় হারালে কি অস্মিতা,শক্তি, সাহস,দাম্ভিকতা?
হঠাৎ কেন এতো নির্লিপ্ততা?
সৃষ্টির সেবায় পাবে মুক্তি, স্রষ্টার সাথে করো চুক্তি,
দূর করো যদি উন্মত্ততা।

No comments

Powered by Blogger.