Header Ads

গ্রামীন করোনা _ জান্নাতুল মাওয়া


গ্রামীন করোনা

জান্নাতুল মাওয়া

"আরে ভাই কতবার কইছি দূরে যান, দূরে যান, সমাজ থেকে বহু দূরে সদূরে নই অদূরে।

কথা কানে পৌঁছাই না ---------

করোনা হলে বুঝবেন সামাজিক দূরত্ব কাকে বলে ---

একা ঘরে থাকতে হবে, ধুকে ধুকে মরতে হবে। এখন যারে রাখছেন বুকে সেও যাবে বহু দূরে।"

কথাগুলো বলছিলেন, ভদ্রলোক রহিমউদ্দীন বক্স।

মানক্যাঃ কারে কন এসব? আমি সমাজিক দূরত্ব বজায় রাখুম কীয়ের লাইগ্যা? সমাজ থেকে দূরেই বা যামু ক্যান? মোর দিন চলে না, এসব দূরত্বে মুই নাই ---

কাছেই থাকুম খুব কাছে দেখুম তারে পরাণখুলে

ধান কাটুম তালে তালে------

রইমউদ্দীনঃ ওই মানক্যা কী কস এই সব? কারে দেখবি?

মানক্যাঃ জরিনারে, আমার পরাণের জরিনারে--

কলসি নিয়া নদীর ঘাটে জল নিতে আসে সকাল সাঁঝে -----

সেই জরিনারে দেখবার জন্যি আমরা দল বাইনধ্যা যাই ------

করোনার গুষ্টি কিলাই ----

হামরা গরীব পোলা চুকানার কামলা দিই

মুখে কাপড় নাই কাছে কাছে থাকি সবাই

তবুও করোনা নাই।

পোড়ামরিচে পান্তা খাই ভোর বেলাতে কামলা যাই ----

আর ভালো লাগে না গো দাদা ---

বয়স আমার সতের হবি-----

ভাবছি জরিনারে বিয়াটা করেই নিই ------

মুই হমো বাপ আর জরিনা হবে মা-----

কী সুন্দর কাটবে জীবন হামার------

রহিমউদ্দীনঃ আরে কও কী! তুমি না এবার এস এস সি দিবা! তোমার বাপ কত কষ্ট করে পড়ালেখার টাকা যেগায় আর তুমি কও বিয়া করবা---

মানক্যাঃ শহরে নাকি করোনা আইচে পড়ালেখা সব গেইচে ---

হুদাই সময় নষ্ট ক্যান? তার চেয়ে বিয়া পরাই--------

 


No comments

Powered by Blogger.