চিঠি ❑ প্রিয়তমা আলপনা
চিঠি
❑
প্রিয়তমা
আলপনা
❑
কেমন
আছো
তুমি!
নিশ্চয়ই
ভাল
আছো,
আমি
দেখি
তোমায়
কল্পনায়-------------
অনেক
দিন
পর
তোমায়
মনে
পড়লো
তাই
এই
ম্যাসেঞ্জারের
যুগে
চিঠি
লিখতে
বসলাম
কি
আর
করার
চিঠি
দিয়েই
তো
পত্র
প্রেরণ
আদান
প্রধান
শুরু
হয়েছিলো
সেই
কবে
থেকে
তা
আমার
জানা
নেই।
এখন
বলো
তোমার
কি
খবর!
আমার
কথা
কি
মনে
আছে
না
একদম
ভুলেই
গিয়েছো!
আমি
কিন্তু
সেই
আগের
মতোই
আছি
যেমনটা
তুমি
আমায়
দেখেছিলো
আরো
২০
বছর
আগে
তবে
আগে
চিকন
ছিলাম
এখন
একটু
মোটা
হয়ে
গেছি
এতো
টুক
ই
তফাৎ
মনটা
আগের
ই
মতো
আছে
হিম্ম
মনটা
আগের
মতো
ই
আছে
ঠিকই
বুঝতে
পারছো।
এই
গরমে
গাছের
তলায়
বসেই
তোমাকে
চিঠিটা
লিখছি
শরীরে
ঘাম
ঝড়ছে
আগের
মতো
আবহাওয়া
আর
এখন
নেই
আগে
গাছ
তলায়
বসলে
কতো
সুন্দর
অনুভব
হতো
এখন
টা
আর
নেই,
তা
বলো
তুমি
কি
এখনো
চোখে
কাজল
দাও,
কপালে
বড়
টিপ
দাও,
খোলা
চুলে
এখনো
দৌড়াদৌড়ি
করো,
পায়ে
নুপুর
পড়োতো,
নখে
নীল
রঙের
নের্লপালিশ
ব্যবহার
করতো!কথায়
কথায়
ঠোঁটে
লাগানো
লাল
রঙের
লিপষ্টিক
লাগিয়ে
মিষ্টি
করে
হাসোতো!
খুব
মনে
পড়ে
ফেলে
আসা
দিন
গুলো
যেগুলোর
কথা
বললাম
সব
তোমার
পছন্দের
জিনিস
ছিলো।
বিশ্বাস
করো
তোমাকে
এক
নিমিষের
জন্যও
ভুলতে
পারিনি
সব
সময়
তোমায়
মনে
পড়ে
তোমায়
না
পাওয়ার
কষ্টের
পীড়া
আমি
একাই
বহন
করছি
জানি
তোমার
দোষ
ছিলনা
তুমি
ই
বা
কি
করতে
তুমি
তো
বলেছিলে
চলো
আমরা
ভেগে
যাই
আমি
ই
না
করলাম
যেহেতু
আমার
তোমাকে
ভরণ
পোষণের
ক্ষমতা
ছিলো
না
যাক
জীবনে
এমন
অধ্যায়
অনেকের
ই
হয়ে
থাকে
সব
স্বপ্ন
ভেবে
ভুলে
যেও
আমি
জানি
তুমি
অনেক
সুখী
আছে
ভাল
থাকো
দোয়া
করি।
আজ
রাখছি
আবার
কোনোএক
সময়
আরেক
টা
চিঠি
পাঠাবো
তোমার
কাছে
আজ
এ
পর্যন্ত
ই,
আর
হ্যাঁ
চিঠিটা
যদি
পেয়ে
থাকো
উত্তর
টা
পাঠিয়ে
দিয়ো
ইতি
তোমার
প্রাণ
প্রিয়
সাবেক
প্রেমিক
No comments