তুমি শুধু তুমি _ রত্না রায় চৌধুরীর কবিতা
তুমি শুধু তুমি
এই পৃথিবীতে আমি শুধু তোমাকেই চিনি,
তোমার ভালোবাসা পেয়ে নিজেরে ধন্য মানি।
হয়েছিল দেখা তোমার সাথে,
কোন এক শীতের রাতে,
ভালোবাসার ছোঁয়া পেয়েছিলে,
সেই বৈশাখের বেলা যেতে।
সেই থেকে তুমি হয়েছিলে মোর,
পথ চলার সাথী,
তোমায় নিয়ে খেলেছি মনের মাঠে,
সারা দিবস রাতি।
মাঝে মাঝে হতো দেখা,
কিছু কথা, কিছু গান,
কেমনে সহি প্রিয়,
আজি হারায়ে তোমার এই দান।
তোমার আগমনে মোর মনে,
জেগেছিল নতুন আশা,
বুঝিতে নারি প্রিয় তোমার,
চপল আখিঁর ভাষা।
এসেছিলে মনের দ্বারে,
তোমার রাঙা চরণ দু'টি ফেলে,
পূর্ণ করেছিলে মোর শূণ্য হৃদয়,
তব প্রেমের সুধা ঢেলে।
আমার ভালোবাসার ডাকে,
তোমার পেয়েছিলাম সাড়া,
আমরা দুজন দুজনাতে হয়েছিলাম,
প্রেমে পাগল পারা।
যেই তরীতে ভেসে তুমি,
এসেছিলে এ হৃদয়ে,
বিরহ দিয়ে পালিয়ে গেলে,
সেই তরীটি নিয়ে।
আজ তুমি আছো প্রিয়,
আমার ছোঁয়ার বাইরে,
তবুও আছো যে মোর,
হৃদয়খানি জুড়ে।
আমি আজো বসে থাকি,
তোমায় দেখার আশে,
কৃষ্ণচূড়ার ফাঁকে চেয়ে অনিমেষ,
খোলা বাতায়ন পাশে।
তোমার স্মৃতি সদা দোলে,
মোর স্মরণের আঙিনায়,
বেঁধে রেখেছি তোমায় প্রিয়,
প্রেমের প্রীতিলতায়।
প্রিয় মোর এসেছিলে পাশে,
একরাশ ভালোবাসা নিয়ে,
আজ স্বপ্নিল মনকে ভেঙে দিয়ে,
গেছো তুমি হারিয়ে।
জানি তুমি চলে গেছো,
রেখেছো তব স্মৃতি,
মোর বীনায় বাজছে তব,
স্বকরুণ বিরহ গীতি।
তবুও আমি বেঁচে আছি,
নিয়ে বিরহী মন,
প্রিয়তম তোমার নাম নিয়ে,
কাটাবো সারা জীবন।
তুমি না হয় দুলছো,
চির বসন্তের দোলায়,
না হয় আমি ভেসে যাচ্ছি,
বর্ষার ঝড়ো হাওয়ায়।
তবুও জেনো তোমার সেই,
মধুর বাসন্তি সন্ধ্যায়,
সুখের সৌরভ ছড়াবে তোমার,
বিরহী রজনীগন্ধা।
রত্না রায় চৌধুরী
No comments