Header Ads

পুরুষ মানেই ধর্ষক না

 



 পুরুষ মানেই ধর্ষক না

-একজন পুরুষ বাড়ির বাইরে বের হলে তাকে কি এমন পরিস্থিতি পড়তে হয়?
-না,হয় না।
-তবে একজন নারীর জন্য এটা যেনো হয়ে উঠেছে সাধারণ ব্যাপার।
তাতে নারী শাড়ীতে হোক বা বোরখায় হোক!
- তুমি মেয়ে তুমি বাইরে কেনো যাবে?
- কেন মেয়েরা মানুষ না! তাদের বাইরে কি কাজ থাকতে পারে না?
না কি আপনি পুরুষ বলে বাইরে যাওয়ার অধিকার সৃষ্টিকর্তা শুধু আপনাকেই দিয়েছেন।
-আপনি পুরুষ তাই আপনাকে বলেও বোঝানো সম্ভব না।
যখন নিজেকে সম্পুর্ণ আবৃত করে ঘর থেকে বের হওয়ার পরও পেছন থেকে ছেলেদের শিষের শব্দ কানে আসে তখন মেয়েদের ভেতর কি কাজ করে।
আপনার জন্য যেটা সামান্য একটা শিষ কিংবা ছোট একটা মজা,একটা মেয়ের জন্য সেটা কতো বড় লজ্জা।
-ধর্মে তো পর্দা করতে শুধু নারীকেই আদেশ করা হয় নি। নারী পুরুষ উভয়ের জন্যই পর্দা ফরজ।
-আমাদের সমাজে এমন পুরুষের অভাব নেই যারা কাপড়ের ওপর দিয়েই নারীকে তার চোখ দিয়ে ধর্ষণ করে।
-নারীর জন্য পর্দা ফরজ।সে পর্দা করবে না কি করবে না সেটা তার ব্যাপার।সে পর্দা না করলে তার হিসেব তার সৃষ্টিকর্তা তার কাছ থেকে নেবেন। নারী যদি পর্দা না করে তাহলে ধর্মে বলা হয় নি,তুমি পুরুষ হিসেবে তাকে যেয়ে ধর্ষণ করো।
-মেয়েরা খোলামেলা পোষাক পড়লে পুরুষ তো আকৃষ্ট হবেই।
- তা আপনার মা-বোন কি আপনার সামনে ও বোরখা পড়ে আসে? তারা কি বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি-চুড়ি না পড়ে আলখাল্লা পড়ে যায়?
-নিশ্চয়ই না,তবে তখন তো তাদের দেখে আপনার মনে কিছু জাগ্রত হয় না,
তবে কেনো অন্যের মেয়ের ছাঁদে রোদ দেয়া সেলোয়ার-কামিজ দেখেলেই আপনার মাথা নষ্ট হয়ে যায়।
-সমস্যা মেয়ের মধ্যে কিংবা তার পোশাকে না সমস্যা আপনার চিন্তা-চেতনায়।
-পুরুষ মানেই ধর্ষক না আমি জানি এবং মানি।
তবে যে খারাপ সে খারাপই।

No comments

Powered by Blogger.