বাঁধন _ নূরবানু রীনার কবিতা
বাঁধন 
ছিলাম আমি একলা বসে
আমার জগৎ নিয়ে, তুমি এসে
ধ্যান ভাঁঙ্গালে হঠাৎ এসে কাছে।
মুখটি আমি ফিরিয়ে নিয়ে 
দেখছি যখন চেয়ে,
ফাঁকি দিয়ে যাচ্ছো চলে 
চপল দুটি পায়ে। 
ঠোঁট বাঁকিয়ে বললে তুমি 
"করবো নাতো দেরী,যাচ্ছে ভেসে তরী।"
দুষ্টুমিতে বলি তখন, যাক সে ভেসে।
যখন কাছে এলে, থাকো খানিক বসে।
নইলে পায়ে পরিয়ে দিবো 
লোহার শিকল বেরি। 
তন্দ্রা আমার ভেঁঙে দিয়ে
যাবে কোথায় চলে? 
লুকিয়ে তোমায় রাখবো আমি
বুকের গভীর জলে।
এতই সহজ আমায় ছেড়ে যাওয়া?
বাঁধবে তোমায় প্রেমের পাগল হাওয়া।
এই দেখনা কত কি যে করি
খোঁপায় তোমার গুঁজে দেবো
সদ্যফোটা কবরী
হাত দুটোতে বেঁধে দিবো
কনক চাঁপার ছড়ি। 
চলার পথে ছড়িয়ে দেবো
হলুদ গাঁদা ফুল, 
বেনীর সাথে ঝুলিয়ে দিবো 
সুবাস ভরা বকুল।
অধর তোমার রাঙিয়ে দিবো
রাঙা গোলাপ ফুলে 
ঘুমিয়ে তুমি ডাকবে মোরে 
গভীর স্বপ্ন ঘোরে।
কন্ঠ তোমার ভরিয়ে দেবো 
সূর্যমুখী ফুলে
ঘুম থেকে জাগবে তুমি
আমার পরশ পেয়ে। 
ঘুম ভেঁঙে আমায় যদি দেখতে না পাও 
আকুল হয়ে বলবে শুধু, "কোথায় রেখে যাও?"
ঘুম আমার ভেঁঙে দিয়ে, যাবে কোথায় চলে?
তাইতো আমি বাঁধবো তোমায় 
প্রেমের নানান ছলে।
 


 
 
 
.jpg)


.jpg)
.jpg)
 
 
 
No comments