স্মৃতিরা পিছুটানে
স্মৃতিরা পিছুটানে
শরৎ এলো ফুল ফুটলো কদম গাছের ডালে;
নতুন সাজে সাজছে প্রকৃতি নতুন প্রভাত এলো;
নদীনালা,খালবিল অথই জলে ভরে গেলো;
মাঝিমাল্লা আর জেলের মুখে হাসির বন্যা এলো;
নানা রকম মাছের খেলা দেখতে ভারি রংবাহারি;
কাশফুল আর শাপলাফুলে নদীর জলে ভরা;
এযেন এক অপরূপ দৃশ্য মনটা ভরে গেলো;
নদীর জলে সাঁতার কাটার কথা মনে পড়লো;
ছোটোকালে বন্ধুদের সাথে কাটছি সাঁতার কত;
ছোটোবেলার কথা মনে পড়ে চোখে জল এলো;
নানা রকম কাজকর্ম নিয়ে এখন ফুরাই বেলা;
ছোটোকালের জীবনে হয়ত আর ফেরা হবে না;
তবু মনে শরৎ এলে সাঁজায় মনের ভেলা;
কচিকাঁচা আর ছোটোদের নিয়ে ফুরাই আমার বেলা;
শাপলাফুলের মালা গেঁথে দেয় যখন তারা গলে;
নানা রকম চকলেট,লিচু,উপহার তাদের দেওয়া;
ছোটো এই উপহার পেয়ে এতোই তারা খুশি;
কিছুখনের জন্য আমি হয়ে যায় তাদের মত শিশু;
এমন শরৎ আসুক ফিরে বছর ঘুরে ঘুরে;
আবার যদি শিশু হতাম তাদের মত করে;
কচিকাঁচা শিশুদের সাথে খেলব বৃষ্টির দিনে;
কাঁদা মাটির গন্ধ নেবো শিশুর মত করে;
নিজের মত চলব আমি নিজের মতন করে;
সাঁজের বেলায় বাড়ি ফিরব চোরের মতন করে;
ভয়ে ভয়ে থাকব আমি খাটের উপর শুয়ে;
হঠাৎ যখন বাবা এসে ডাকবে নামটি ধরে;
আমি তখন বাবার ভয়ে মুখ লুকাবো চাঁদরে;
ক্ষুধার জ্বালায় পেটখানি মোর জ্বলবে ধীরে ধীরে;
মা যখন এসে ডাকবে আমার নামটা শুধু ধরে;
আকাশ সমান সাহস বুকে উঠবো খাটে থেকে;
ক্ষুধা লেগেছে মা’গো আমায় একটু খেতে দাও;
মা আমায় তখন সোনা বলে ডাকবে নামটা ধরে;
তোর বাবা চলে গেছে আয় খেতে আয়রে;
আমার সোনা ভাত খেয়েনে ক্ষুধা যাবে চলে;
মোঃ সেলিম হোসেন
No comments