চাই আরেকটা বঙ্গবন্ধুর সুভাষণ
চাই আরেকটা
বঙ্গবন্ধুর সুভাষণ
চেতনাহীন জনগনে খন্ডিত ছিল সোনার বাংলার মাটি;
জ্ঞানহীণ,চাষাভূষা,পা ফোটার অজ্ঞতায় আঞ্চলিক আনুগত্য।
সুচতুর ব্রিটিশ সুযোগে করল দুইশত বছর শাসন,
নীলচাষের নকশা এঁকে বাংলার মাটির করল সর্বনাশ।।
"একরাজা এক শাসনের অঙ্গীকার "
রচিত শোষণ বঞ্চনার ইতিহাস ।।
শোষিত জনগণের অন্তরের অনুভূতি
আপন মাটিতে পরাধীনতার গ্রানি।
দুঃসময়ে দিশেহারা অগণিত বাংলার খেটে খাওয়া জনগন;
আলো আঁধারের সন্ধিক্ষণে স্বাধীনতার সুভাষণ কণ্ঠে ধ্বনিত,
সৎ, আদর্শ,নিষ্ঠা, মিষ্টিভাষী জাতির জনক বঙ্গবন্ধুর ভাষণ।
"এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"।।
দুর্বলের প্রতি সবলের নির্মম আচরন,ব্যথিত বঙ্গবন্ধুর দৃঢ় অঙ্গীকার ,
স্বাধীনতার পথে পরাধীনতার বিরুদ্ধে দলবদ্ধ মুক্তর আন্দোলন।।
পরাধীনতার আগুনে দগ্ধ সোনার বাংলার অগনিত অশিক্ষিত সন্তান।
দিশেহারা জনগনের মধ্যে জাগ্রত হল বাংলার সূর্য সন্তানেরা।
হৃদমাঝারে মনোবল,শক্তি,সাহস জাগলো সহযোগিতার স্পর্শে।
দেশবাসীর মনমন্দিরে স্থাপন করলেন মুক্তিযুদ্ধের আত্মপ্রত্যয়।।
নিপিড়ীত,নির্যাতিত শোষণ,বন্ঞ্চনার বিরুদ্ধে জ্বলে উঠল,
দাউ দাউ করে অগ্নিগিরির শিখার মতন জ্বলে সোনার বাংলার নিরীহ জনগন।
নির্যাতিত নিষ্পেষিত জনগন অবশেষে পেলো
মুক্তির স্বাদ ।
সততা,ন্যায়,নিষ্ঠা,নির্লোভ তাকে স্থান দিল হৃদয়ের মণিকোঠায়।
বিনিময়ে ভূষিত হলেন আপন গরিমায় বাংলার বুকে জাতির জনক ।
হে পরমপিতা,তবু কেন আজ বাংলার মাটি দখল দারিত্বের রোষানলে।
ঘরে বাইরে খুন,ধর্ষণ,দুর্নীতির ভয়ানক বিষাক্ত থাবা।
নারীরা আজ কেন শ্লীলতাহানির শিকার আত্নদগ্ধ পুড়ে;
কেন আজ সোনার বাংলার বুকে ভূ-লুণ্ঠিত হয় মানবিকতা।
শস্য শ্যামলার,সুজলা সুফলা সোনার বাংলার বুকে,
প্রতিধ্বনিত হয় অসহায় পথশিশুর অনাহারের ক্রন্দন।
আজ বড় দরকার অসহায় জনগনের নব জাগরণের পথে;
একবিংশ শতাব্দীর ভয়াল কালো থাবা হতে পরিত্রাণে;
বজ্রকণ্ঠের সুভাষণ বড্ড প্রয়োজন সোনার বাংলার বুকে ;
সত্য,ন্যায়,নিষ্ঠার বলিষ্ঠ কণ্ঠে বঙ্গবন্ধুর সাতেই মার্চের সুভাষণ।।
প্রয়োজন আরো একজন বঙ্গবন্ধুর, চির সবুজ এই বাংলার বুকে।
মো: সেলিম হোসেন
No comments