Header Ads

নববিপ্লবের জাগরণ চাই


নববিপ্লবের জাগরণ চাই


সংঘাত নয়,যুদ্ধ নয়,একটা নববিপ্লবের জাগরণ শুধু চাই।

বাংলার আকাশ,বাংলার বাতাস স্বাধীন ভাবে একটু বাঁচতে চাই।

চিরসবুজ এই বাংলার বুকে চাই শুধু  নজরুলের মত করে

কলম সৈনিকের ক্ষুরধারে আজ নবশক্তির হোক উদয়।

জাগ্রত হোক অসুরবিনাশী পথে,কলম সৈনিক আছে যত,

আছে যত হায়েনা,শকুনের দল এই সোনার বাংলার বুকে,

লণ্ঠিত হোক আজ ওতপেতে থাকা হায়েনা, শকুনের দল আছে যত,

বাংলার আকাশ চাই না শোনতে ধর্ষিত নারীর কোন আত্নচিৎকার,

বাংলার আকাশ চাই না গন্ধ কোন পঁচা,গলা লাশের,

বাংলার মাঠি চাই না কোন গোলাবারুদে গন্ধে  মিশে থাকা লাল তাজারক্ত।

মানবতা কি আজ থমকে আছে?  

     চীনের মহাপ্রাচীরের মতন।

মনুষ্যত্ব কি আজ বন্ধ আছে?

       চার দেয়ালের কোণে,

প্রতিবাদের ভাষা কি আজ বাকরুদ্ধ?       

      নিরব দর্শকের মত,

শুভবুদ্ধি কি আজ নিবার্সিত

      যাযাবর পথিকের মত,

বিবেকবানেরা কি আজ ভয়েভীতু ?

        ধর্ষকের গোলাবারুদে কাছে।

সংঘাত নয়, যুদ্ধ নয়, চাই একটা নব- বিপ্লবের জাগরণ শুধু চাই।

গোলাবারুদ ছাড়াই লণ্ঠিত হোক, হায়েনা, শকুনের দল।

কলমের ভাষা আজ কথা বলুক,হায়েনা, শকুনের বিরুদ্ধে।

নারীরা আজ রাস্তাঘাটে স্বাধীন ভাবে পায় যেন চলার অধিকার।

আমি সংঘাত নয়,যুদ্ধনয়,চাই এক নব- বিপ্লবের জাগরণ,

ধ্বংস হোক বাংলা হতে হায়েনা,শকুনের দল আছে যত।

 


মোঃ সেলিম হোসেন

 


No comments

Powered by Blogger.