আকাশ যেন কাঠ গোলাপ ভালবাসা
আকাশ যেন কাঠ গোলাপ ভালবাসা
গোলাপের ভেতরে আমি সেই তাকে খুঁজি
যে আমায় দুই শতাধিক বছর আগে কষ্ট দিয়েছিল,
মাঝখানে কেটে গেছে অগুনতি দিনরাত্রি:
অথচ এখনো মনে হয় এই তো সেদিনের কথা
সে আমায় ভুলে গেছে ;
এটাই তো স্বাভাবিক --
আজ ও দক্ষিণা হাওয়ায় গোলাপ ঘ্রাণ ভেসে আসলে তার কথা মনে পড়ে।
প্রিয় গোলাপ ঘ্রাণের মত
কতখানি সেও প্রিয় ছিল;
সময়টা ১৮২০ খ্রীষ্টাব্দ ছিল --
আর আজ ২০২০ খ্রীষ্টাব্দের দুয়ারে দাঁড়িয়ে আছি।
সময়ের খেয়াযানে দুই শতাব্দী কেটে গেছে ;
বড়ই বিস্ময় !
সেই প্রথম দিন সে আমার হাতে গোলাপ তুলে দিয়েছিল ,
এখনো সেই স্পর্শ আমার এই হাতে লেগে আছে
অনেক ভাললাগা অনুভূতি থেকে ভালবাসায় জড়ানো ছিল সেই সুন্দর মুহূর্ত:
আর গোলাপ ও ; সে গোলাপ ভালবাসা হয়ে গিয়েছিল শেষে ।
আজ ও অতি যত্নে গোলাপটা আছে আমার ডায়েরির ভাঁজে ,
যেখানে কবিতারা স্বপ্ন বোনে
গোলাপ আছে ; কবিতার থরে থরে চিরকাল গোলাপ থাকে
শুধু তুমি নেই; মহাকালের স্রোতে তুমি হারিয়ে গেছ সময়ের অচেনা স্রোতে -----
আমি তোমাকে ভুলিনি।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে অন্ধকারে ডুবতে ডুবতে
এ জীবন এখন মৃত্যুর কাছাকাছি চলে এসেছে,
সে কথা তুমি জানবে না কোনদিন
তোমার মনে আছে মেঘ অরণ্য আকাশ. ... ..
এক বিকেলের নির্জনতা ভেঙে সমুদ্র বুকে রং বদলানো রং
ধনু মেঘের বৃষ্টি ছুঁয়ে ছিলাম আমরা ;
তোমার ফেলে যাওয়া গোলাপ আমার একাকীত্ব জীবনে কাঠ গোলাপ হয়ে ফুটেছে।
শুভ্র মেঘের আড়ালে কাঠ গোলাপ আকাশ ভালবাসা'র আঁচল ছড়িয়েছে।
হাসনাহেনা রানু
No comments