কিরে এতো রাতে অনলাইনে কি?
কিরে এতো রাতে অনলাইনে কি?
২১শতকে এসেও যখন আপনি হুট করে নক দিয়ে বলেন:
-কিরে এতো রাতে অনলাইনে কি?
- চ্যাটিং করছো?
-কার সাথে কথা বলো?
-প্রেম করছো?
- এতো রাত জাগার কারণ জানতে পারি?
- খুব চলছে,তাই না !
আমার নিজের কাছেই তখন লজ্জা লাগে,অশিক্ষিত হলেও বলতাম, তাদের কাছ থেকে এর চেয়ে বেশী আর কি আশা করা যায়।
কিন্তু শিক্ষিত,নিজেকে স্মার্ট এবং মডার্ণ বলে পরিচয় দেয়া মানুষগুলো কিভাবে এসব কুরুচিপূর্ণ প্রশ্ন করে???
উপরের এই কয়েকটা কাজ ছাড়া কি অনলাইনে আর কিছু করা যায় না, রাতে?
নাকি দুনিয়ায় যত মানুষ রাতে অনলাইন থাকে,সবাই প্রেম করে বেড়ায়,আর কোনো কাজ নাই?
পরিচিত কিংবা অপরিচিত, প্রয়োজন ছাড়া এতো রাতে কাউকে নক দিয়ে এসব উদ্ভট প্রশ্ন করাটা কখনও একজন ভদ্র, শিক্ষিত মানুষের হতে পারে না।
আমার এমন অনেক মেয়ে ফ্রেন্ড আছে, যাদের সাথে আমার প্রতিদিন ই কথা হয়,তবুও তারা ম্যাসেনজারে কল দেয়ার আগে জিজ্ঞেস করে,ফ্রী আছিস?
কল দিবো?
তারা অনুমতি না নিলেও আমি কখনও কিছু মনে করতাম নাহ।কারণ তাদের সাথে আমার সম্পর্কটাই এমন।কিন্তু এই যে, তারা অনুমতি নেয় এটার মাধ্যমে তার উত্তম ব্যক্তিত্ব প্রকাশ পায়।
প্রয়োজন ছাড়া অতি ঘনিষ্ট কাউকেও রাত বিরাতে এসব উদ্ভট ম্যাসেজ দিয়ে,দয়াকরে নিজের সম্মান কমাবেন নাহ। খুব ই খারাপ লাগে, পরিচিত জনদের কাছ থেকে এমন সব প্রশ্নের সম্মুখীন হতে।
তবুও নিজেকে সামলাতে না পারলে,আপনার এসব প্রশ্নে যারা খুব ই আনন্দিত হয়ে আপনাকে মধুর রিপ্লাই দিবে তাদের নক দিন।
কেউ রাত জেগে পড়াশোনা করতে পারে, মুভি দেখতে পারে,একাডেমিক,নন একাডেমিক অনেক কাজ ই করতে পারে,এমনকি গীতা ও
তাহাজ্জুদ পড়ার জন্য কিংবা উপোস ও রোযা রাখার জন্যও উঠতে পারে।কিন্তু আপনার সুন্দর মস্তিষ্কে এসব প্রশ্ন আসে না। আসলে নক দিয়ে কখনও কাউকে বিব্রতকর অবস্থায় ফেলতেন না।
যুগের সাথে সাথে তাল মিলিয়ে আমরা অনেক মডার্ণ হচ্ছি,শুধুমাত্র আমাদের চিন্তা ধারা ই বড় হচ্ছে না।
আর এজন্যই এদেশে কে কেমন বোঝা যায় না,টাইমলাইনে নিজেকে ধার্মিক,মডার্ণ পরিচয় করা মানুষটা যখন ইনবক্সে এসে এসব বলে,
তখন আমার একটা প্রবাদ মনে পড়ে যায়, "চক চক করলেই সোনা হয় না"
সবাই প্রেম আর চ্যাটিং করতেই ফেইসবুক চালায় না রে পাগলা,
এটা যত তাড়াতাড়ি মাথায় ঢুকাতে পারবেন তত দ্রুত আপনার মানসিক বিকাশ ঘটবে।
No comments