আকাশের চোখে জল
ভেবেছিলাম আজ আকাশের সাথে হবে ভীষন আলাপ
ঘর থেকে বেরিয়ে দেখি আকাশের ও ভীষণ মন খারাপ
মেঘের নীল সরে গিয়ে কালোবির্বণ রং জানান দিচ্ছে,
এই বুঝি চোখ দিয়ে ঝরবে আকাশের, অঝর ধারায় ভারি বৃষ্টি,
কি অপূর্ব মিল আজ দুজনার, তারও তো চোখে জল।
কিন্তু সে তো কেঁদে কেঁদে এক সময় ঠিকই শুকিয়ে ফেলবে চোখের জল,
কিন্তু আমি তো পারি না তার মত প্রচণ্ড গর্জন করে,
নয়নের জলে কপোল ভিজিয়ে জানান দিয়ে বলতে আমি ভালো নেই,
মন আস্তে আস্তে ক্ষতচিহ্নের দগ্ধ ঘা হয়েছে তা শুকায় কেমনে,
কি করে হৃদয়টাকে করব চীনের মহা প্রাচীরে মত শক্ত,
আমি অবাক নয়নে শুধু আকাশের যেটুকু নীল আছে তাই দেখি,
আকাশ তুমি তো কেঁদে হাফছেড়ে বাঁচও কিন্তু আমার কি হবে,
আমি যে আজ বড্ড অসহায় আর একাকীত্বের হাহাকারে পুড়ি,
ও আকাশ আমায় তোমায় ঐ নীল একটু ধার দাও না,
আমি তার সঙ্গে আমার একাকীত্ব ভাগাভাগি করে নিজেকে সান্তনা দেই।।
মো সেলিম হোসেন হোসেন
No comments