হেমন্তের আগমনে
হেমন্তের আগমনে
শরতের শেষ প্রহরে হেমন্তের আগমনী বার্তা
প্রকৃতি জানান দিচ্ছে শীতের শির শির হাওয়া
স্নিগ্ধ সকাল নির্মল বায়ু পাখির সুমধুর কণ্ঠে
দুর্বাঘাসে শিশির বিন্দুকণায় কুয়াশার আভাস।।
কৃষাণ-কৃষাণীর মাঝে চলছে প্রস্তুতির আয়োজন
শীতকে বরণ করে নেওয়ার নানা কারুকার্যে মেলা
কৃষকের মাঝে চলছে প্রস্তুতি খেজুর গাছের বুকচিরে,
সুমধুর স্বাদে খেজুর রসের বাহির করার আয়োজন।।
গায়ের বধুরা ব্যস্ত শিমুল তুলা রৌদ্রে শুকাইতে
আগমনী হিমশীতের হাওয়ার মহড়াকে সামল দিতে
লেপ,তোষাক বানানোর নানান প্রস্তুতিতে ব্যস্ত
আরো প্রস্তুতি নিচ্ছে খেজুর গুড় তৈরির আয়োজনে।।
অগ্রহায়ণের আগমনীতে প্রস্তুতি নিচ্ছে কৃষাণ-কৃষাণী
সোনামাখা ধানে গোলা ভরার জন্য গোলা তৈরিতে,
মাঠের পর মাঠ সোনালী ধানের বাহারি রঙ এ
প্রকৃতি সাজছে এক অপূর্ব সৌন্দর্যের মহিমায়।।
শাখাওয়াত হোসেন যাযাবর
No comments