ছলনা _ শামসুন ফৌজিয়ার লেখা ভালোবাসার অনুগল্প
ছলনা
মিথুন ও রীমা দুজনের ভালোবাসা হাইস্কুল হতেই। মিথুন পরিবারের বড় ছেলে আর মেধাবী, রীমা পরিবারের ছোট মেয়ে আর সুন্দরী। মিথুন ভার্সিটি শেষ করে চাকরীর খোঁজে।রীমা কলেজে পড়ে আর দুজনের মধ্যে চিঠি ফোনালাপ সবই হয়। একদিন রীমাকে ফোনে পাওয়া গেলনা, অনেক চেষ্টা করেও কোন খবর পেল না মিথুন। গ্রামের বাড়ি গিয়ে দেখা করতে গেলে রীমার ভাই বলল, আপু শ্বশুর বাড়িতে।
মিথুনের মাথায় আকাশ ভেঙে পড়ল। কেন এমন হলো? তার প্রেম কী টুনকো ছিল? বুকটা মোচড় দিয়ে উঠলো! কই রীমা তো কখনো বলেনি তার বিয়ের কথা। নাকি জোর করে বিয়ে দেওয়া হয়েছে?
মিথুন একটা জব পেয়ে প্রথম মাসের বেতন দিয়ে রীমার জন্য একটা তাঁতের ছোট চেক শাড়ী ও লাল চুড়ি কিনেছিল! ঘরে গিয়ে এগুলো তালাবদ্ধ করে রাখল। সে বাড়িতে থাকতে পারল না, ওদিকে অফিসে মন বসে না। শুধু একটি কথাই জানতে চায় সত্যটা কি ছিল?
দু’বছর পরে হঠাৎ ঢাকা নিউমার্কেটে ওদের দেখা।রীমার বর বুঝতে পারে তারা পূর্ব পরিচিত এবং সে গাড়ীতে গ্যাস ভরতে চলে যায়।
এই সুযোগে বিয়ের আসল ঘটনা জানতে চাইলে রীমা বলল, দেখো এতদিন পরে এসব মনে করতে চাইনা। তুমি তোমার মত কাউকে খুঁজে নাও। আমি দুমাস পরেই বরের সাথে ইটালী চলে যাচ্ছি।
মিথুন বলল, তাহলে বিয়েটা তোমার মতেই হয়েছিল। রীমা কোন কথা বলে না, তাহলে আসি, ভালো থেকো বলে চলে যায়।
আর মিথুন বিস্ফারিত চোখে একবুক অবিশ্বাস নিয়ে রীমার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইলো।
Shamsun Fouzia
New , USA
No comments