ধুসর ব্যানার _ শাহ সাবরিনা মোয়াজ্জেমের কবিতা
ধুসর ব্যানার
সম্ভ্রম হারা সন্ধায় মিনতির পায়ের ছাপ।
ওই পায়ের ছাপে শিশ্ন ঘষে পুরুষ!
উলঙ্গ গোঙানীতে বাতাস কাঁপে!
মনে মনে চাটে প্রসবিত গরুর ওলান।
ওলান ছুঁয়ে ঝড় নামে
ভিজিয়ে দেয় বুঝিয়ে দেয়
তুই তো দুগ্ধপোষ্য ছিলিরে নাদান!
নেইল পালিশে ছুঁয়ে যায়
টিয়ে রাঙ্গা কমল!
কমলের তড়িৎ বাঁকা যৌবনে
ঈষাণ কোণ বেয়ে ঝড় তোলে
স্বামী নামক পাষন্ড
ইচ্ছে অনিচ্ছে
যখন তখন
অথচ একদিন কমল
গন্ধে মাতাল করতো তমাল!
গোধূলি হয়ে শেষ বেলার
রোদে স্নান করতো দুজন!
ইচ্ছের সাগরে ভাসতো দুটি হিয়া!
বেকারত্বের কাছে প্রেম পাথর হয়ে গেলো!
এখন পোড়ে তপস্যার রোদে।
কমল কি আদৌ সুখি!
নাকি সুখের ভানে জীবন কাটছে!
আঁতুর ঘরে স্বেতা
প্রস্ববিত ব্যথার চামর।
জন্মদানে বিকিয়েছো সতিত্ব
গর্ভধারিনী হয়েছে
বেজন্মা সন্তানের!
জীবনে সাটানো অবহেলিত
যন্ত্রণা গুলো বৈকল্যের পথ ধরে
পাশাপাশি হাঁটে!
কেউ মনে রাখে
কেউ এড়িয়ে যায়!
কেউ শুভ্র বসন পরে তপস্যা করে।
অবহেলিত দাগ লাগানো পোস্টার গুলো
মনের কোণে রাত বিরাতে কাঁদায়
লেপ্টে থাকে আষ্টেপৃষ্টে!
দুসর ব্যানারের মতো দিন যায় রাত আসে
নিনাদ নয়নে
পরম্পরায় ভালোবাসাবাসির খেলায়!
শাহ সাবরিনা মোয়াজ্জেম
No comments