তবে কী এটাই জীবন; ভালোবাসা খোঁজা?
তবে কী এটাই জীবন; ভালোবাসা খোঁজা?
প্রতিটা মানুষ তার ভালোবাসার মানুষকে, মনের মতো করে ভালোবাসতে না পারলেও; তার প্রিয় মানুষের মতো করে ভালোবাসতে চায়- "যে ভালোবাসাটা তার প্রিয় মানুষ চায়!"
মানুষ নিয়মতান্ত্রিক ভালোবাসা পেতে পছন্দ করে,
মানুষ চায়, তার ভালোবাসার মানুষটি নিয়ম করে তাকে জিজ্ঞেস করুক......."সকালে কি খেয়েছ, রাতে ক'টা বাজে ঘুমিয়েছিলে, চোখের নিচে কালি পড়েছে কেন, ইত্যাদি ইত্যাদি?
নিয়মের মধ্যে কোন রকম অনিয়ম ঘটলেই বাড়তে থাকে বিষাদ, অন্তর পুড়ে ছাই হবার উপক্রম। তবু মানুষ ভালোবেসে যায়, ভালোবাসা পাবার আশায়। মানুষ ভালোবাসা পাবার আশায় এক'শ-একটা পদ্মফুল আনতেও দ্বিধাবোধ করে না। তবুও তার প্রিয় মানুষের কাছে প্রিয় হতে চায়।
মানুষ ভালোবাসা পাবার বেলায় যেমন ষোল আনা চায়, উল্টো দিকে সম্পর্কে এক-আনা অবহেলা কিংবা অগ্রাহ্য করতে দেখলেই অনুভূতির আকাশ কালো মেঘে ঢেকে যায়। অনুভূতি ফুরিয়ে, শূন্যের কোঠায় চলে যায়। মানুষ প্রিয় মানুষের দেওয়া বিন্দু-বিন্দু কষ্ট গুলোকে সিন্ধু পরিমাণ আঘাত মনে করে কষ্টের পাল্লা ভারী করে পুড়ে ছাই হয়। কেউ কেউ বলেন, এটা নাকি ভালোবাসার মধ্যে চলমান একটা বৈশিষ্ট্য। কষ্ট না থাকলে নাকি, প্রাপ্তি-অপ্রাপ্তি নির্ণয় করা কঠিন।
ইতিমধ্যে, প্রাপ্তি-ব্যাপ্তি, আর শূন্যস্থান পূরণ করতে করতে জীবনের শেষ বেলায় পৌঁছে গিয়েছে কত-শত ভালোবাসা খোঁজা জোড়া প্রাণ। আজ তাঁরা প্রবীণ। আজ জীবনের শেষ বিকেলে এসেও ভালোবাসা খুঁজছে, ভালোবাসা পাবার আশায়। তবে কী এটাই জীবন; ভালোবাসা খোঁজা? মানুষ সব কিছুতেই ভালোবাসা খুঁজে। আজ বরং, দুজনাতেই থাকুক।
দুটো জীবন চাইলে, আমরণ এক সাথে এক ছাদে নিচে কাটিয়ে দিতে পারে। যদিও ভালোবাসা কিঞ্চিত কম থাকে।
কিন্তু দুটো প্রাণ, এক সুরে এক গান গেয়ে জীবনের শেষ সন্ধ্যায় পর্যন্ত পৌঁছাতে পারার নাম-ই 'ভালোবাসা', যেটা জীবনের শুরু থেকেই খুঁজে আসছি, এখনো খুঁজছি.....
আশীশ তালুকদার
No comments