কাটপিস স্বপ্ন _ হাসনাহেনা রানুর কবিতা
কাটপিস স্বপ্ন
দুই কুঁড়ি বছর পর দেখা হল
আমার বয়সের সমান
তুমিও ভীষণ একা,
ব্যস্ততা সরিয়ে রেখে পাশে দু'দন্ড বসতে বলব না --
বলব না একটি কথাও ,
পুরনো অভ্যাস প্রশ্রয় পাবে
সে আমি চাইনি ---
হয়তো তুমি ও না : ভীষণ ব্যস্ত এখন ;
ব্যস্ত শহরের ভিড়ে হঠাৎ দেখা
দু'জনের গন্তব্য একে অন্যের বিপরীতে,
কিছু সময় থমকে দাঁড়ানো
একে অন্যের চোখে তীর্যক কাঁটা বিঁধা শাণিত দৃষ্টি!
সেই পরিচিত চোখ, নাক মুখ --
ও চোখের না পাওয়া নীরব ভাষার গভীরে নিঃশব্দে ডুবে মরতে চাই বোবা দৃষ্টি!
ওই গোপন মনের গভীরে কি যে চলছে
মাঝ সমুদ্রে ঝড় উঠেছে,
আমফান কিম্বা সদ্যই ভূমিষ্ঠ হওয়া নাম না জানা কোন ঝড় ;
সেল ফোনের রিং টোন বেজে ওঠে
হ্যালো.... অনামিকা কোথায় তুমি?
চমকে ওঠে ঈশিকা ...
প্লিজ! ও নামে ডেকো না
ও নামের দাবিদার অনন্য কেউ ....
ও প্রান্ত থেকে ভেসে আসে এ কি বলছ তুমি?
ঈশিকা থামিয়ে দেয় ---
কোথায় জানতে চাও ?
দু'কুড়ি বছর আগের সামনে দাঁড়িয়ে এখন ।
তোমাকে বলেছিলাম না? ছেলেটি দুরদন্ত শান্ত অন্য রকম ,
মেঘ কালো এলোমেলো চুল ওর
গভীর সমুদ্র চোখ
আকাশের মত অশান্ত মন :
গাঢ় সবুজ ব - দ্বীপ স্বপ্ন ছিল
মায়া কাড়া রং ছিল আমাদের ভালবাসার !
এখন সেই ছেলেটি অনেক পরিনত আর গোছানো
ফোন রাখ ,
আমি আসছি তবে
ঠোঁটের কোণে স্মিথ হাঁসির রেখা ছড়িয়ে দিতে দিতে ----
দুই কুঁড়ি বছর আগের অতীত পাশ কেটে চলে যেতে থাকে ভিড়ের মাঝে।
বিস্ময় ঝরে পড়ে সাগরের কন্ঠে
যেও না অনামিকা
একটু শোন, প্লিজ -------
তোমার কি একটুও আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করেনি ?
আমি কেমন আছি; কী করছি
নাকি একটু খানি বদলে গেছি
কিম্বা তুমি কেমন আছ ,
এতগুলো বছর তুমিহীনা কিভাবে বেঁচে আছি
অনামিকা তোমার একটুও জানতে ইচ্ছে করেনি?
এতগুলো বছর পর কেন দেখা হল?
সাগরের ছোট ছোট মন্তব্য গুলো বিষাদের শাদা ফুল হয়ে ফোঁটে !
হায় সৃষ্টিকর্তা! এ তোমার কেমন খেলা ?
ঝরঝর কেঁদে ফেলে সাগর
অতীতের মত অনামিকা আবার এ পথের ভিড়ে হারিয়ে যায় .....
অনামিকার চলে যাওয়া শূন্য পথে
দৃষ্টি মেলে সাগর তাকিয়ে থাকে,
সাগরের মন ছুঁয়ে ভেতর বাহির জুড়ে গাঢ় অন্ধকার ঝাঁপি খুলেছে ;
চোখ ভিজেছে মুহুর্মুহু গোপন ব্যথায়
নিজেকে সামলে নিয়ে,
সাগরের ঝাঁপসা দৃষ্টি নতুন গন্তব্যে এক পা দু'পা বাড়ায় ।
হাসনাহেনা রানু
No comments