Header Ads

জি এফ ও বি এফ

 

জি এফ বি এফ

বি এফ আর জি এফ

দুটি মরন বিধ্বংসী নাম।

সমাজ চরিত্র কে নষ্ট করতে

আছে এদের সুনাম।

বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে

একটি মেয়ে যখন বয় ফ্রেন্ড গ্রহনকরে।

স্বাভাবিক ভাবে সুন্দর চরিত্র টা

কালো থাবায় ঝরে পরে।

আবার একটি ছেলে যখন যুবক অবস্থায়

একটি মেয়েকে গাল ফ্রেন্ড বানায়।

সম্পর্কের গভীরতায় ইচ্ছায় বা অনিচ্ছায়

আপন চরিত্র হারায়।

এটা দেশের কৃষ্টি কালচার নয়

ভ্রান্ত সংস্কৃতির যৌন স্বাধীনতা।

আমাদের ধর্মীয় অনুভূতি লংঘন করে

উভয় হারায় সৌজন্যবোধ শালিনতা।

মেয়েদের বোঝা উচিত নিজেদের অবস্থান

ধরে রাখা উচিৎ আপন মর্যাদা।

পর্দা আর সাবধানতা মেনে নেওয়া প্রয়োজন

অহেতুক নিজেকে উৎসর্গ করাটা অযথা।

তাই জি এফ বি এফ এটা মানানসই নয়

বাঙালির রেওয়াজ মোতাবেক।

এতে শারীরিক মানুষিক অবক্ষয় ঘটে

জীবনে নেমে আসে মতপার্থক্যের মতভেদ।

আসুন ঘৃণা করি কু সংস্কার কু রীতি নিতি

সমাজ গঠন করি আদর্শ দিয়ে।

তবেই শান্তি আসবে সমাজ দেশ ঘরে

শান্তির ধর্মের মতাদর্শ নিয়ে।

খালিদ বিন আকরাম

No comments

Powered by Blogger.