অন্ধকার আমার শ্রেয় _ ছালেহা খানম
অন্ধকার আমার শ্রেয়
ছালেহা খানম
জীবন পুরেছে দুঃসময়ে,দিক শূন্যতায়-
মরণ ঝাঁপে মনের পাতায়;
নিরবতা ভেঙে দিতে নেই কেহো।
অন্ধকার আমার মনের সাথী অন্ধকারই শ্রেয়,
পিছু ফিরে দেখিনি অকথিত জীবন-
সুখের সিংহ দ্বারে বিষাদের মিলন।
স্বপ্নের মোহনায় তবুও জেগে উঠে প্রত্যয়;
বিশ্বাসের জোনাকপোকা পা ভেঙে ভেঙে
আঁধার পাহারা দেয়-
রাতের শরীর জুড়ে আঁকিবুঁকি সুখের চিত্র আঁকে,
সূর্য জ্বলা সকাল মনের আঁধারে ডুবে থাকে।
আলোর নির্মোচনে রক্তার্দ অতীত আমার ছায়া হয়-
হৃদয়ের একাকী অবয়বে প্রিয়কার হয়।
পৃথিবীর সূর্যের সমআলোয় আমার বসবাস,
অনুভবে পৃথিবীর বাইরে-
অনুভূতি গুলো কবেই গত;
মধ্য রাতের প্রহর আমার নিছক প্রিয়।
শত কোটি বছর যেন আমি অন্ধ,
দেখিনি সুবচৌনি শুদ্ধতা-
শুধু দেখেছি কালো কালো মেঘের কোলাকুলি।
আমার রন্ধ্রে রন্ধ্রে খেলা করে অমৃত বেদন-
বয়ে যায় আকন্ঠ তৃষ্ণার বোঝা;
ঘনপল্লব বিতানের নিপতিত ছায়া আমি।
আমার নিদ্রাহীন চোখের নীরব রোদনে নিঃশব্দে বেড়ায় স্মৃতি দল-
রাত আর এখন একা নয়, ভাবনার নীল আকাশে আমি আঁধারে ফোঁটা পদ্ম ;
"অন্ধকার আমার প্রিয়"।
No comments