Header Ads

স্বাধীনতা মানে

 

স্বাধীনতা মানে

স্বাধীনতা মানে ত্রিশলক্ষ তাজা লাল রক্ত ঝড়া প্রাণ।

স্বাধীনতা মানে দুইলক্ষ বাঙালি নারীর নারীত্ব হারান সম্ভ্রম।

স্বাধীনতা মানে ছেলেহারা মায়ের বুক ফাটানো আত্ননার্ত।

 

স্বাধীনতা মানে ছেলে হারা সন্তানের বাবার চেয়ে থাকা,

চাতক পাখির মত সন্তানের ফিরে আসার বিষাদের আকুতি।

স্বাধীনতা মানে ভাইয়ের ফেরার অপেক্ষায় থাকা এক একটা রাত।

 

স্বাধীনতা মানে একটা মুজিবুরের বজ্রকণ্ঠে সাতেই মার্চের,

রেসকোর্স ময়দানের আঠারো মিনিটের সেই স্বাধীনতার সুভাষণ,

স্বাধীনতা মানে আব্দুল হামিদ খান ভাসানীর হুঁশিয়ারি কণ্ঠস্বর।

 

স্বাধীনতা মানে শেরে বাংলার কণ্ঠে বাংলার বাঘের হুংকার,

স্বাধীনতা মানে আহত পাখির ডুকরে কাঁদা করুণ আত্ননার্ত।

স্বাধীনতা মানে কৃষকের মাঠের সোনাভরা ফসলের সম্ভার।

 

স্বাধীনতা মানে বাউয়ের গানে একতারার সুরে লোকসংগীতের গান।

স্বাধীনতা মানে ভবঘুরে ছেলেরটার প্রিয়জন হারানো হাজারো,

বিরহ বেদনায় মর্মহত ব্যতিত প্রাণে আত্ননার্তে ম্লান।

 

স্বাধীনতা মানে কৃষক,শ্রমিক,মজলুম জনতার কণ্ঠে,

অতাচারের বিরেদ্ধে প্রতিবাদী নানা বিপ্লবী স্লোগানের শ্লোক,

স্বাধীনতা মানে নজরুলের ঝাঁকড়া চুলের বাবরি দোলানো গান।

 

স্বাধীনতা মানে রবীন্দ্রনাথের সোনার বাংলার জাতীয় সংগীতে,

শেষ দশ চরণের দেশাত্মবোধক গানে দেশের প্রতি ভালোবাসার মিনতি,

স্বাধীনতা মানে কবি শামসুর রহমানের স্বাধীনতা তুমি।

 

কবিতার ছন্দে এক একটা বিপ্লবী স্লোগানের আহ্বান।

স্বাধীনতা মানে কবি সুফিয়া কামালের প্রগতি নারীবাদী আন্দোলন,

স্বাধীনতা মানে বেগম রোকেয়ার নারী জাগাড়নোর অভিবাদন।

 

স্বাধীনতা শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ে দেশ গড়া সংকল্প।

স্বাধীনতা মানে ষোলকোটি প্রাণের সাড়াজাগানো দেশের প্রতি,

ভালোবাসায় মুগ্ধভরা চাঁদের হাসির গোলাপ ফোটা ফুল।

স্বাধীনতা মানে খাঁচা থেকে বাহির হওয়া উড়ন্ত পাখির কলতান।

মো: সেলিম হোসেন


No comments

Powered by Blogger.