অতীত আমার
অতীত আমার
অতীত আমার বাউলের একতারা
আমার নির্ঝরিনীর জল!
শূণ্য ঘাঠে শ্যামলা মেয়ের জবারাঙা মুখ
তার পায়ের রুনুঝুনু মল!
রুগ্ন গন্ধ্যার ক্ষয়ে যাওয়া সুরভীর বৈজযন্তী।
তুলসী তোয়া শিশির ।
অতীত আমার সুন্দরী তমা,
বায়রনের স্বাগতম অতিথি!
নুয়ে পড়া মাধবীলতায় স্বপ্নলগ্ন ভোর!
বুকের বা পাশে বয়ে চলা নদী
কলকল কল!
হৈ হুল্লোড় ! ডানপিঠে মাঠ
সুর নদীর ঘাঠ!
অতীত আমার মুগ্ধ বিকেল
গোধূলী রাঙামন!
নিরস বদন শূণ্য নয়ন বিম্বিসার
অথৈ চর।
নিঝুম দুপুরে গ্রাম্য পুকুরে লম্বা
ডুব সাঁতার! হলুদ স্বর্ণলতিকায়
মাখামাখি ভালোবাসা!
দুষ্টু ফড়িং সবুজের বিস্ময়!
অতীত আমার মুগ্ধতার সিঁড়ি
দুপদাপ দৌড় ঝাঁপ,
লাজে রাঙাভোর কৃষ্ণনয়ন,
মথুরার বাঁশির সুর!
মহুয়ার বনে শাল বিথীকায়
ভালোবাসার চাদর।
উদাস নয়ন দখিনা পবন খিলখিল
তোর হাসি! তোর নুয়ে পড়া চুল
কানের ঝুমকোজবার দুল!
না বলা ভালোবাসাবাসি!
আলতো ছোঁয়ায় লাজবন্তী কপোলের টোল।
অতীত আমার সোনাঝরা দিন
কত সোনামুখের ভীড়!
রুমোলে তোলা রঙিন সুতোর প্রথম
তুলির প্রেম ।
কে কোথায় তোরা কেমন আছিস?
কোথায় বেঁধেছিস নীড়!
আমার ভালোলাগার সকাল
নভেলে মজে যাওয়া মন
ভুলে ভরা শব্দের বুনন!
হেসে কুটি কুটি ধুলোয় লুটোপুটি
কিশোরীর বিস্ফারিত দোদুল তনুমন।
অতীত আমার একঝাঁক বন্ধুপাখি
রাত দুপুরে অবাধ ডাকাডাকি।
কুড়ানো শিউলির ফুল!
অবাক কিশোর!বদলে যাওয়া পৃথিবীর প্রথম শিহরণ।
তালপাতার পাখা, কলাপাতার বাঁশি
ঘোরলাগা দুটি নয়ন।
অতীত আমার অতিথি ওগো তোমার রাঙা চরণ!
হৃদিমাঝারে তোমার আঁকিবুকি
তোমার মধুবরণ।
তোমার ডানায় ভর করে আজ সুদূরে ছুটে চলা!
তুমি আমার সুরনদী, কুচকে যাওয়া গাল ,
উন্নত গ্রীবার বক্রচাহনী
যা কখনো যায়নি এমন করে বলা।
Shamsun Fouzia
New York, USA
No comments