Header Ads

নিজের স্ত্রীকে প্রর্দর্শনীতে রেখে অনন্ত জলিলের পর্দার ওয়াজ:

নিজের স্ত্রীকে প্রর্দর্শনীতে রেখে অনন্ত জলিলের পর্দার ওয়াজ:  

কয়েকদিন আগেও সেই ভিডিওটা দেখলাম। যেখানে অনন্ত জলিল আর বর্ষা পরস্পরকে দুশ্চরিত্র বলে বক্তব্য দিয়েছেন। জলিল সাহেব তো গপাগপ অভিযোগ করলেন, "বর্ষার চরিত্র নষ্ট। তাকে সংশোধনের অনেক সুযোগ দিয়েছি। কিন্তু সে সংশোধন হয়নি। তাই তার সাথে আমার আর থাকা সম্ভব নয়।"

কিন্তু এর কয়দিন পরেই তাদেরকে দেখা গেল "কিছুই হয়নি সুখে আছি আমরা"-- জাতীয় ডায়লগ ছাড়তে। অনন্ত জলিল বর্ষা দুজনই ব্যক্তিত্বহীন। অনেকেই বলেছেন সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি?অসম্ভবকে সম্ভব করা "আই এম পম গানা" খ্যাত অনন্ত জলিল সাহেব দেশে ঘটমান ধর্ষণের জন্য মেয়েদের পোশাককে দায়ী করেছেন। তিনি কেন তার স্ত্রী বর্ষাকে একের পর এক ছবিতে লাইকা (নায়িকা) বানিয়ে চলেছেন?

বর্ষাকে কেন পর্দা করতে বলছেন না? শ্যুটিং স্পটে কোনো কর্মচারী যদি দুর্ঘটনাক্রমে বর্ষার শোল্ডার অফ ড্রেস দেখে জোশে উত্তপ্ত হয়ে সাধারণ কোনো মেয়েকে ধর্ষণ করে, তাহলে তার দায়ভার নিশ্চয়ই "আই এম পম গানা" অনন্ত জলিলের উপর বর্তাবে। বর্ষার কাঁধখোলা ফিগার দেখে যতজনের পুরুষদন্ড লেফট রাইট করবে, তাদের জন্য অনন্ত জলিলের পরামর্শ কেমন হবে-- জাতি জানতে চায়।

বর্ষা যে কিনা অভিনয়ের "" জানেনা সে। কিন্তু একটা গানে তার এক কস্টিউমের দামই ২০ লাখ টাকা!! মুম্বাইয়ের মাধুরী শ্রীদেবীর এক কস্টিউমের দাম ২০ লাখ হতে শুনিনি। কি এক মারাত্মক হিট/ফিট নায়িকা এই বর্ষা!!ঈদ এলে এই জলিল সাহেব তার স্ত্রীকে নিয়ে টিভি চ্যানেলে বাজপাখির মত ঝাঁপিয়ে পড়েন।

আমাদের দেশের টিভি চ্যানেলগুলোও পেশাদার বেশ্যার মত ঘন্টায় ভাড়া খাটে। তিনি কাপুরুষের মত পূর্বের ভিডিও মুছে দিয়ে এখন নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। যতই আত্মরক্ষামুলক বক্তব্য দিন না কেন, পিস্তল থেকে বুলেট কিন্তু বেরিয়ে গেছে। বুলেট আর পিস্তলে ঢুকবেনা। মানুষ তার সংকীর্ণ মনের চেহারা চিনে ফেলেছে। জলিল সাহেব তার তেজোদ্দীপ্ত প্রতিবাদের (???)

ভাষা নিজের ঘর থেকেই শুরু করুন। আগে তার স্ত্রী বর্ষার সিনেমায় অভিনয় বন্ধ করুন। বর্ষার শরীর আবায়া হিজাব দিয়ে সম্পূর্ণ কাভার করে ফেলুন। বর্ষার ফিগার দেখে কোনো ধর্ষক হাত মারবেনা ---জলিল সাহেব তার গ্যারান্টি দিন। তবেই বুঝব অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিল কেমন সমাজ দরদী।

Mili Sultana

Queens, New York


No comments

Powered by Blogger.