যদি সুখী হতে চান, নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন
যদি সুখী হতে চান, নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন
অভাবীর অভাব দূর হয়েছে,অমানুষ মানুষ হয়েছে, এই কথাগুলো কাউকে ছোট করা বা অপমান করার উদ্দেশ্যে বলার আগে মাথায় রাখবেন যে, কারো দিকে একটা আঙুল তুললে বাকি তিনটা আঙুল কিন্তু নিজের দিকেই থাকে।
এটাও ভাববেন যে,সে কোন অবস্থানে গেছে আর আপনি কোন অবস্থানে পড়ে আছেন। সে কত বড় মানুষ হয়েছে আর আপনি কত ছোট আর অমানুষ রয়ে গেছেন। অভাবীর অভাব দূর হয়েছে, অমানুষ মানুষও হয়েছে, ভগবান / আল্লাহ তার অভাব দূর করেছেন, তাকে হেদায়েতও দিয়েছেন, কত রহমত বরকত দিয়ে ভগবান / আল্লাহ তার অবস্থা এবং অবস্থানের পরিবর্তন করেছেন,আর আপনি যেমন অভাবী ছিলেন, অমানুষ ছিলেন তেমনই রয়ে গেলেন। স্যাড না?
যদি অন্যের অবস্থা এবং অবস্থানের পরিবর্তন নিয়ে সমালোচনায় মেতে উঠতে থাকেন,হিংসায় জ্বলতে থাকেন তাহলে জ্বলে পুড়ে ছাঁই হতে পারবেন ঠিকই কিন্তু নিজের এই ছোটলোকির পরিবর্তন আনতে পারবেন না কখনোই। কারো ভালো কিছু দেখে যদি আপনার খারাপ লাগে, কারো সুখ দেখে যদি আপনার অসহ্য লাগে, কাউকে হাসি খুশি দেখে যদি আপনার সহ্য হয় না, তাহলে সরি এই জীবনে আপনার আর ভালো থাকা বা সুখে থাকা হবে না।
যদি ভালো আর সুখী হতে চান,তাহলে সবার আগে আপনার এই ছোটলোকি অভাবী মনোভাব পাল্টাতে হবে, যদি মনের অভাবই দূর না করেন,অর্থের অভাব কিভাবে দূর হবে?যদি মনেই আবর্জনা লেগে থাকে, তাহলে অবস্থার পরিবর্তন কিভাবে আসবে? অন্যকে হিংসা করে, অন্যের সমালোচনা করে কখনো নিজের অবস্থা এবং অবস্থানের পরিবর্তন করা যায় না। অন্যকে ছোট করে নিজেকে বড় মনে করা বোকামী ছাড়া কিছুই না। বিশ্বাস করুন কাউকে ছোট করা বা অপমান করার মধ্যে কোনো মহত্ব নেই।
রিজিকের মালিক ভগবান / আল্লাহ, হেদায়াতের মালিকও ভগবান / আল্লাহ, ভগবান / আল্লাহ যাকে খুশি তাকে রিজিক দান করেন,যাকে খুশি তাকে হেদায়াতের পথে পরিচালিত করেন, আর যাকে খুশি তার অবস্থা এবং অবস্থানের পরিবর্তন করেন। যেখানে ভগবান / আল্লাহই সবকিছুর ফায়সালাকারী সেখানে আপনার আলোচনা, সমালোচনা বা হিংসায় তার কিছু আসে যায় না।
যদি তার মত ভালো এবং সুখে থাকতে চান,তাহলে কার কি হয়েছে, কে কোন অবস্থানে গিয়েছে সেটা না ভেবে, নিজে কোন অবস্থানে পড়ে আছেন সেটা ভাবুন এবং নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন। অন্যের ভালো থাকাকে ভালো চোখে দেখতে শিখুন, অন্যের সুখে নিজের ঠোঁটের কোণে একটু হাসি ফোঁটাতে শিখুন। দেখবেন ভগবান / আল্লাহ আপনাকেও সেই সুখ দান করে অট্টহাসি হাসার সুযোগ করে দিয়েছেন।
No comments