মায়ের স্নেহের বাংলাভাষা
মায়েরস্নেহেরবাংলাভাষা
ছোট্ট যখন ছিলাম আমি,মায়ের কোলে শুয়ে,
মায়ে আমায় ডাকতো তখন খোকা নামটা ধরে।
আমি তখন মিট মিটিয়ে হাসতাম মায়ের কোলে।
কতই না খুশি হয়ে মা শিখাতে বাংলা ভাষাটা বলে।
কতই না মধু মিশে আছে আমার এই বাংলাভাষাটায় মাঝে।
বুকের তাজারক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছে এই বাংলার বুকে।
রাজপথ হয়েছিলো লালরক্তিম হারিয়ে তোমার বীরসন্তানের দল।
বিনিময়ে দিয়েছিলো তোমায় বাংলাভাষায় কথা বলার অধিকার।
এত ত্যাগ,রক্ত আর কোন জাতি আছো বলো মা ?
তোমার বীর সন্তানেরা বুকের তাজারক্ত দিয়ে এনেছে,
ছিনিয়েবাংলা ভাষায় তোমায় মা বলে ডাকার অধিকার।
এমন সন্তান জন্মে দিয়ে মা তুমি হলে বীর জননী।
আর আমরা পেলাম এ বাংলার বুকে অমর একুশখানি।
অমর একুশকে তোমার হাতে তুলে দিতে পেরে,
অবশেষে ভরলো মা হৃদয় আমার এই বাংলার বুকে।
খুব যত্নে রেখো মাগো অমর একুশকে তুমি,
যেদিন থাকবোনা আমি চিরচেনা এই সবুজ বাংলাবুকে।
আমার কথা তোমায় স্মরণ করিয়ে দেবে অমর একুশ খানি।
মো সেলিম হোসেন
No comments