হারানো দিনের গল্প
হারানো দিনের গল্প
আমার জানালার পাশে জেগে আছে সপ্তমীর চাঁদ,
দূরে নীল সাগরের ঢেউ,
বাইরে এলোমেলো হাওয়া জেগে আছে;
হয়তো তুমিও জেগে আছো,
পৃথিবীর অন্য কোথাও।
বিবর্ণ ধূসর এই সময়ের স্রোতে,
যদি কোনদিন আবার দেখা হয়,
কোনো চিরনবীণ পলাশ রাঙা ভোরে,
অথবা কোনো শিমুলের ছায়ায়;
তুমি কি বলবে?কেমন আছো?
কতদিন দেখিনি তোমাকে!
বলবে কি সেই হারানো দিনের গল্প?
কলেজের সেই রাধাচূড়ার ছায়া,
অথবা পিচঢালা পথের মাঝে
অর্ধ পরিচিত কিংবা অপরিচিত;
কোন প্রিয় মুখ খুঁজে ফেরা।
বাইরে বিবর্ণ চাঁদ, ধূসর বাতাস আর
কোন অসীম দিগন্ত থেকে
ভেসে আসা দীর্ঘশ্বাস!
আমার জানালার পাশে জেগে আছে
সপ্তমীর চাঁদ,
দূরে নীল সাগরের ঢেউ,
বাইরে এলোমেলো হাওয়া জেগে আছে ;
হয়তো তুমিও জেগে আছো,
পৃথিবীর অন্য কোথাও।
ফরিদা ইয়াসমীন নার্গিস
No comments