Header Ads

তুই _ মোহাম্মদ সহিদুল ইসলাম

তুই

"তুই" শব্দটা অভদ্র কিংবা অবিনীত মনে হয়!
আসলে শব্দটা অভদ্রতা বহন না করলেও
আমার কাছে শব্দটা সংরক্ষিত মনে হয়।
সবক্ষেত্রে "তুই" শব্দটা ব্যবহার করা যায় না।

জীবনে একটা "তুই" এর খুব প্রয়োজন।
যে "তুই"টা স্কুল কলেজের নয়,
একটা পরিণত বয়সের "তুই"।
যার সাথে সব কিছু শেয়ার করা যায়,
যার সাথে সব পাগলামী করা যায়,
যে "তুই" আমার পচ্ছন্দ অপচ্ছন্দের সাথে
এমকমত না হলেও সমস্যা নেই,
কিন্তু সে আমার চুপ থাকার কারণটা বুঝবে।

আমার একটা "তুই" এর খুব অভাব,
যে "তুই" আমার মন খারাপের ক্ষণগুলোতে
মন ভালো করতে না পারলেও
অন্তত হাত ধরে অনূঢ়া বসে থাকবে।
হুটহাট করেই যে বলবে,
"মেঘলা দিন" চল না একটু রিকশা করে ঘুরি।
যে আমার পকেটের অবস্থা জেনেও বলবে,
চল না একটু শপিং এ যাই।

আমার একটা "তুই" এর খুব দরকার,
যে "তুই" আমার অগোছালো থাকা নিয়ে ধমক দিবে,
যে "তুই" আমার ভয়কে জয় করে দিবে,
সে "তুই" আমার জড়তায়, এনে দিবে নিপুণতা।

আমার একটা "তুই" লাগবে
যে আমার বোকা আবদার গুলোও না করবে না,
যার কাছে নদী দেখতে চাইলেও বাহানা করবে না,
পাহাড় দেখার আবদারেও যার মানা নেই,
যাকে, আয় বৃষ্টিতে ভিজি বল্লে না করবে না।

আমার একটা "তুই" চাই
যে আমাকে কারণে অকারণে কল করবে,
যে আমার কল পেয়ে অস্থির হয়ে যাবে,
যে আমার কল পেয়ে অফিস ফাঁকি দিয়ে
সামনে হাজির হবে,
কিন্তু কখনো বলবে না কেন ডেকেছিস?

আমার একটা "তুই" লাগবে
যাকে আমি বলবো
এই.. একটু কাছে আয় না রে,
যাকে বলবো তোর চুল গুলো
আজ অনেক সুন্দর লাগছে।
যার চুলে মুখ লুকিয়ে চুমু খেতেই
আমার নাক চেপে ধরে বলবে
ইস "বড্ড হইছে", বাদ দে এসব।

প্রেমিক/ প্রেমিকা কিংবা জীবন সঙ্গীকে
"তুই" হতে খুব কমই দেখছি কিংবা
এমন নাই বল্লেই চলে।
অফলাইনে অনেক বন্ধু,
অনলাইনে হাজার হাজার বন্ধু থাকার পরও
কয়জনের "তুই" আছে!

"তুই" হীনা একজন মানুষ একা একা
কত রাত যে ডুকরে কেঁদে বালিশ ভেজায়
কিংবা বন্দি পাখির মতো ছটফট করে,
ঘুমন্ত মানুষগুলো কি তার খবর রাখে?

বেঁচে থাকার তাগিদে আমার একটা "তুই"
বড্ড প্রয়োজন।


মোহাম্মদ সহিদুল ইসলাম 



No comments

Powered by Blogger.