Header Ads

বেটারের চেয়েও বেটার অপশন আসবে


বেটারের চেয়েও বেটার অপশন আসবে


শুনেছিলাম বেটার অপশন পেলে সব কিছুই করা যায়।এই ধরেন ভালোমতো পড়াশোনা করলেন,ভালো ভার্সিটিতে চলে গেলেন তারপর নিজের ব্যক্তিত্ব পালটে নিলেন!

কি অবাক হচ্ছেন?

অবাক হওয়ার কিছু নেই।

আপনি বা আপনার পাশের জন যে এমন মেন্টালির মানুষ আপনি এখন টের পাবেন না,টের পাবেন তখন যখন নিজের চোখে দেখবেন।

শুনেছিলাম,

চকচকে কাপড় আর চকচকে টাকার যোগ্যতাই নাকি পারে অনুভূতিকে মেরে ফেলতে।

এক বছর হোক,দুই বছর হোক আর তিন বছর হোক বা ছয় বছর একটা সার্টিফিকেট পেলেই সেই রিলেশন মুছে নিজেকে চকচকে মানুষে রূপান্তরিত করা যায়।

শুধু কি তাই?

তখন নিজেকে একদম পুতপবিত্র দাবি করাটা নাকি হালাল মনে হয়!

আপনি রিলেশনে যাবেন অপশন রেখে!

আপনি রিলেশনে যাবেন বেটার অপশন খোঁজ রেখে!

আপনি রিলেশনে যাবেন হাতে পাঁচটা নারীকে/পুরুষকে ঝুলিয়ে!

অথচ,

আপনি কিনা শিক্ষিত!

কোথায় আপনার শিক্ষা?

কোথায় আপনার শিক্ষাগত যোগ্যতা?

আর কোথায় আপনার শিক্ষার ফল?

এরপর একদল লোক এসে বলবে সমাজে চলতে গেলে, উপরে উঠতে গেলে পেছনের সব কিছু কাঁদায় ফেলে দিতে হবে। যেন পানি দিয়ে ধুলে গা থেকে সব পরিষ্কার হয়ে যায়!

তবে শুনেছিলাম,

বিয়ের আগে ধর্মীয় ভেদে দাড়ি রাখতে হবে,পর্দা করতে হবে।

শালীন হয়ে চলতে হবে। পাড়া মোহল্লায় দান ছাদকা করতে হবে।তাহলে কিনা বেটার অপশন পাওয়া যায়।

এখানে কেউ আপনার অতীত নিয়ে টানবেনা, কেউ খোঁটা দেবেনা।

সবাই বলবে এতো ভালো ছেলেটা/মেয়েটা!

এতো পরিবর্তন!

ইশ আমার ছেলে/মেয়েও যদি এতো ভালো হতো।

আরো কতো কি!

শোনেন,

খাঁটি বাংলা ভাষায় বলি।

জীবনে প্রত্যেকটা ধাপে বেটারের চেয়েও বেটার অপশন আসবেই। তারপর এই নয়, আপনি প্রত্যেক টা বার তা নিজের করে নেবেন।

মনে রাখবেন,

জীবন যা কিছুই পান না কেন তা নিজের জন্য এবং আপনার প্রাপ্যকে বেটার করার জন্য বেটার বানিয়ে নেবেন।দেখবেন আপনার চেয়ে সুখী মানুষ আর একটিও পৃথিবীতে নেই।

 


No comments

Powered by Blogger.