Header Ads

চিঠি ❑ নিলয় নীলিমা

চিঠি

নিলয় নীলিমা

তাং ২১/৫/২১

আনোয়ারা, চট্টগ্রাম।

প্রিয় "নিলয়"

পত্রের প্রথমে আমার এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা নিও।আশা করি আল্লাহর রহমতে তুমি খুব ভাল আছ।আমিও আল্লাহর রহমতে খুব ভাল আছি।

খুব অল্প সময়ে তোমার সাথে পরিচয় হলেও আমার মনে হল তুমি আমার অনেক দিনের চেনা, অনেক দিন আগে থেকে পরিচিত। বন্ধু হিসেবে প্রথম - প্রথম তুমি খুব খোঁজ খবর রাখতে।আমার কেন জানি মনে হল প্রতিটা সম্পর্ক শুরুতে খুব মিষ্টি, মাঝখানে একটু ঝাল আর শেষে লবণের মতো তিতা।তোমার সবসময় ব্যস্ত থাকা আমাকে বুঝিয়ে দিল আমার প্রতি তোমার আন্তরিকতা দিন -দিন কমে যাচ্ছে। কারণ যে মনে রাখতে চাই সে হাজারো ব্যস্ততার মাঝে প্রিয় বন্ধুর জন্য একটু সময় বের করে নিতে পারে।আর যে পারে না সে কোন দিন ও প্রিয় ছিল না,প্রিয় থাকার অভিনয় করছে শুধু। যে সম্পর্কে দূরত্ব বজায় রাখতে চাই তার সাথে দূরত্ব বজায় রেখে চলা ভাল। তাই অবশেষে অামি ও বদলে গেলাম।

হৃদয়ের মাঝে হাজারো না বলা কথা জমে আছে যা লিখে শেষ করতে পারলাম না তা পারলে অনুভবে বুঝে নিও।

আর বিশেষ কিছু লিখলাম না।

ইতি

তোমার নীলিমা


No comments

Powered by Blogger.