তুমি তুমি তুমিময় সময় _ হাসনাহেনা রানু
তুমি তুমি তুমিময় সময়
হাসনাহেনা রানু
একদিন আকাশ রঙের নীল শাড়ি পরব
কপালে ছোট্ট নীল টিপ দেয়ার জন্য
আকাশের অবশিষ্ট আর
কিছু থাকবে না,
এ জন্য কী ভীষণ মন খারাপ —
একদিন স্বপ্নের শহর গুলো ভিজবে তুমুল বৃষ্টিতে:
আমি ও ভিজব বৃষ্টির মত —-
একদিন শ্রাবণ মেঘের কাজল আঁকব এ চোখে,
একদিন এলো কেশের হাত খোঁপায় বকুলের মালা জড়াব
একদিন অচেনা বিকেলে বৃষ্টি ছুঁয়ে দেখব,
একদিন তোমার জন্য অচেনা এক শহরে হারাব …
আর কোন একদিন নয়
তুমি তুমি তুমিময় সময়ের হাতে বন্দি হব :
স্বপ্নরা অরণ্যর পথে —
আকাশ ছোঁয়া বৃক্ষের ডালে
ছায়া ছায়া মেঘ ঝুলে, আছে
চিলেরা উড়ে এসে পৌঁছাল নিঃশব্দ জনপদে,
নদীর বুকে ভেসে যাচ্ছে ছোট্ট একটা দেশের কবিতা;
এ অনেক পুরনো গল্প …
এইসব দিনরাত্রির হলুদ প্রচ্ছদে
কবিতার গল্প ;
কাশফুলের সাদা সাদা মেঘের রাজ্যে
তোমার হাত ধরে হারাব!
Onek sundor <3
ReplyDelete