হয়তো শেষ কথা _ শাহ সাবরিনা মোয়াজ্জেম
হয়তো শেষ কথা
শাহ সাবরিনা মোয়াজ্জেম
কমল,
ঘরভোলা নারীর
পথ ভ্রষ্ট নারীর চেনা জানা শিঁকোয় ছেঁড়া স্বপ্ন
অ-বোজা সিগারেটের শেষ অংশ
যার ভেতরে ঘা উপরের জ্বলজ্বলে আলো
সলতে ছাড়া নিভু প্রদ্বিপের কি এসে যায়!
যদিও শামুক খোঁজা হাসের জলকেলিতে
আকুলি বিকুলি দু-কূল!
বদ্ধ ঘরে পড়ে থাকা নিথর দেহ
যার যন্ত্রণা পলে পলে উপরে বাজে টুংটাং হিরন্ময় স্বপ্ন!
জানিস স্বপ্ন বয়ে যায় আলভোলা পথে!
ক্রমশ পরে থাকে দুসর মলিন কায়া!
তারপর জানাজা!
তারপর গোরে!
যদি অফসেট জোছনা হয়ে যায়
তুই লিখিস আঁকিবুঁকি কিছু
আর শিউলি তলে দাঁড়িয়ে কিছু অশ্রু দান করিস
ভালোবাসার নিমিত্তে!
আমি সুখ সুখ শুকসারীর গল্প হবো!
....................................................................
অনি,
"আজ আবার সেই পথে দেখা হয়ে গেলো "
অনি,
জানিস, বকুল গুলো অবাক তারার মতো গা ভাসিয়ে রাখে!
বড্ড ভুলোমন ওদের
বলতো, কান্না পায়না?
আজ ডাহুকী কানা, নেকি কান্না
বড্ড স্যাঁতস্যাঁতো হয়ে মোম পলিশ করা
মিহি সুরে কেঁদে যাচ্ছে ওইযে, মার কবরের কাছে।
ডাকছে, "আয় রিনি, চলে আয়!
তোকে ছাড়া আমি বড্ড একা!"
অনি,
তুই আর কমল ছাড়া
আমার জীবন বড্ড পান্সে!
নিম তেতো আর নিসিন্দা তেতোর মতো।
জানিস অনি,
কৃষ্ণচূড়ার আর মান্দারের লাল ছুঁয়ে
আমি বৈভব এঁকেছি!
আমার দরজা তো আগেই উন্মুক্ত!
তোরা সময় হলে চলে আসবি যখন
তখন ওপারের আকাশে আমরা ফানুস হবো!
অনি,
বকুল লাগিয়ে দিস!
প্রহরে প্রহরে তারা গুনিস।
ইচ্ছে করে ই পথ উল্টিয়ে ফেলিস।
বলতো, জীবনের ইচ্ছে হাজার বছরের নয় কেনো?
জানিস অনি,
চিবুক বেয়ে কান্না ঝরে!
আবারও বলছি, চালুনিতে ছেকে কান্না জমিয়ে রাখিস আজলা ভরে,
যদি বদলে না যাস কভু, কোনদিন!
তাই বার বার বলি,
আমায় তোরা ক্ষমায় রাখিস
তব মিনতি!
No comments