মেঘলা আকাশ _ মমতাজ পারভীনের লেখা চিঠি,
আকাশ,
এখন গভীর রাত।চারদিক নিরব-নিস্তব্ধ।দূর থেকে ভেসে আসছে শুধু ঝিঁঝিঁ পোকার ডাক আর দু'একটা রাত্রিজাগা বিরহী পাখির ডানা ঝাঁপটানোর শব্দ।পৃথিবীর মানুষগুলো গভীর ঘুমের অতলে হারিয়ে গেছে।কিন্তু এমন নিশুতি রাতে জেগে আছি শুধু আমি একা! কিছুতেই ঘুম আসছেনা।তোমার মুখখানি বার বার মনে পড়ছে। মনে মনে কত চিঠি যে লিখছি,আবার মনের অজান্তেই ছিঁড়ে ফেলছি।তোমার হৃদয়ের দ্বার পর্যন্ত একটি লাইন ও কী তার পৌঁছায়নি?যখন একই কলেজে ছিলাম-বার বার বিভিন্ন অযুহাতে কাছে আসতে, বিরক্ত করতে,কখন ও আমার পড়ার টেবিলে নিভৃতে রেখে যেতে গোলাপ আর রজনীগন্ধা। সেটা কি ছিল শুধুই বন্ধুত্ব?কলেজের নবীন বরণ অনুষ্ঠানে যেদিন শাড়ী পরেছিলাম,তুমি অপলক দৃষ্টিতে তাকিয়েছিলে।তোমার সে নিরব চোখের ভাষা আমি পড়তে পেরেছিলাম। তোমার ডায়েরির শেষ পাতায় লেখা দুটি লাইন আজো মনে পড়ে -
"তুমি তো জাননা
কিযে আমি চাই,
তোমার কাছে এত আসি
ভালোবাসি তাই।"
আমার অনুভূতি বলে তুমি সত্যি আমায় গভীরভাবে ভালোবাস।তাহলে কেন মুখে বলতে পারনা?কীসের এত ভয়,কেন এত শন্কা? যদি পার প্রকাশ্যে এসো,আমি তোমার ভালোবাসা ধারণ করব হদয়ে লালন করব জনম জনম!
"তুমি একবার যদি ডাক
যেখানেই থাকি আমি আসব,
সুৃখের স্বর্গ আমি ছেড়ে -
তোমার ছায়ায় এসে বসব।"
আমি এখন তোমার থেকে অনেক দূরে।তাই আমার কথা ভেবে মন খারাপ করবেনা।নিয়মিত পড়ালেখা করবে।আর মন চাইলে চিঠির উত্তর দিবে।তোমার উত্তরের প্রতীক্ষায়-----
মেঘলা।
No comments