কারো আঘাতকে দূর্বলতা নয় বরং সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা হিসেবে ভাবা উচিত
বেলাশেষে এ শহরের প্রতিটা মানুষের একটা মাথা রাখার মতো কাঁধের প্রয়োজন হয়। কথার ঝুড়ি খুলে বসে কাউকে না কাউকে সমস্ত কথা বলতে ইচ্ছে হয়। ওপাশ থেকে কেউ কিছু না বলুক অন্তত শুধু শুনে যাক।তাতেই চলবে!
শুধু এইটুকু আবদার পূরণের আশা নিয়ে কিছু মানুষ বেঁচে থাকে। সারাদিনের ব্যস্ত থাকা মানুষটাও রাতের গভীরে ভীষণ রকমের একা হয়ে যায়। জীবনের এলোমেলো হিসেবগুলো মেলাতে ঘরের কোণে নির্জনে বসে বসে ভাবতে থাকে, এই ঠুনকো জীবনের গল্পগুলো এমন গড়মিলে কেন?
চাইলে একেকজন মানুষ নিজের জীবন নিয়ে গল্প, উপন্যাস লিখতে পারতো।সবার জীবনে কম বেশি কিছু কষ্টের, কিছু ব্যর্থতার কিংবা কিছু অসম্ভবকে সম্ভব করার খণ্ড খণ্ড গল্প থাকে। কিন্ত সেসব গল্পগুলি কলমে বন্দি করার মতো গুণ সবার থাকে না। শুধুমাত্র গুছানোর মত ভাষা খুঁজে না পাওয়ার জন্য সেসব গল্প গুলো অপ্রকাশিত ই থেকে যায়।
জীবনের পরিবর্তনগুলো চোখের পলকেই ঘটতে থাকে। আজ যে তোমার প্রিয়জন ছিলো, কাল তুমি তার নাম মুখে নিতেও ঘৃণাবোধ করবে। সবচেয়ে কাছের মানুষটার সাথে এতো গভীর দূরত্ব হবে যে তার কণ্ঠস্বর কিংবা চেহারাটাই ভুলে যাবে। তাকে নিয়ে গড়া স্বপ্নগুলো ভাঙ্গবে। আবার তুমি নতুন কোনো স্বপ্ন দেখবে।
খারাপ সময়গুলো সারাজীবন থাকবে না।কোনো একটা সময় সব ঠিক হয়ে যাবে, একদম তুমি যেভাবে চেয়েছিলে সেরকমটাই হবে। তখন এই দুর্দিনের স্মৃতিগুলো তোমায় মনে করিয়ে দিবে, কে তোমাকে কতখানি আঘাত দিয়েছে। কে তোমাকে কতটুকু ভেঙ্গেছিল কিংবা কে তোমার পাশে ছিল।
কিছু দুঃখ ঈশ্বর আমাদের জীবনে আশির্বাদ স্বরূপ পাঠান। যাতে আমরা ঠিক-বেঠিকের তফাৎ জানতে পারি। কে জানে,সাময়িক কষ্টের পরপরই হয়তো ঈশ্বর ভালো কিছু আমাদের জন্য নির্ধারণ করে রেখেছে।
কোনো এক সময় তুমি তোমার কর্মফল অনুযায়ী সবকিছু পাবে। তুমি যার যোগ্য সে তোমার হবে। বরং এই ভেবে মনকে সান্ত্বনা দিতে শেখো, সে তোমার যোগ্য ছিল না বলেই ঈশ্বর তার থেকে তোমাকে দূরে রেখেছেন। দীর্ঘ হতাশার দিন অতিবাহিত হবার পর একদিন না একদিন তুমি যার যোগ্য কিংবা যা ডিজার্ভ করো তা ই তুমি পাবে।
মূল্যবান কিছু পেতে হলে তোমাকে অপেক্ষা করতে হবে, কষ্ট সহ্য করতে হবে।অল্পে হতাশ হলে কিংবা হাল ছেড়ে দিলে, যা তুমি একটা সময় পেতে পারতে সে সুযোগটুকুই চলে যাবে। কারো আঘাতকে দূর্বলতা নয় বরং সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা হিসেবে ভাবা উচিত।
আশীস তালুকদার
No comments